পুনে, 1 মে:রাত 10টা পর্যন্ত ছিল ডেডলাইন ৷ তার মধ্যেই শেষ করতে হবে শো ৷ তবে মঞ্চে যখন অস্কারজয়ী সংগীতশিল্পী এআর রহমান, তখন কী আর ঘড়ির দিকে খেয়াল থাকে ? ফলে যা হওয়ার তাই হল ৷ পেরিয়ে গেল ঘড়ির কাঁটা ৷ আর সেই কারণে পুনেতে মাঝপথেই রহমানের কনসার্ট বন্ধ করে দিল পুলিশ ৷ অনুষ্ঠানের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন ৷ পুলিশ আয়োজকদের না বলে, সরাসরি মঞ্চে উঠে রহমানের মতো সংগীতশিল্পীকে গান বন্ধ করতে বলায় এই নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে অনেকের মধ্যে ৷
রবিবার পুনেতে কনসার্ট অনুষ্ঠিত হওয়ার পরে একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে ৷ সেখানে দেখা গিয়েছে, একজন পুলিশ অফিসার মঞ্চে হেঁটে গিয়ে রহমান ও অন্যান্য শিল্পী এবং সংগঠকদের গানের অনুষ্ঠানটি বন্ধ করতে বলেছেন ৷ কারণ ততক্ষণে 10টা বেজে গিয়েছে । পেরিয়ে গিয়েছে ডেডলাইন ৷
পুনের রাজা বাহাদুর মিলস-এ অনুষ্ঠিত এআর রহমানের লাইভ কনসার্টে তিল ধারণের জায়গা ছিল না ৷ বান্ডগার্ডেন থানার ইনস্পেক্টর সন্তোষ পাতিল বলেন, "রাত 10টার সময়সীমা পেরিয়ে যাওয়ায় আমরা তাঁকে (রহমান) এবং অন্যান্য শিল্পীদের অনুষ্ঠানটি বন্ধ করতে বলি । তাঁরা নির্দেশ অনুসরণ করেন এবং শো বন্ধ করে দেন ৷" এই পুলিশকর্মীকেই ভিডিয়োতে দেখা গিয়েছে, যিনি রহমানকে ও অন্যান্য শিল্পীদের শো বন্ধ করতে বলেন । সেই সময় ঘড়ির দিকে ইঙ্গিত করে সময় দেখান তিনি ৷