লখনউ, 9 মে:কথায় বলে এক জনের মানুষের কম বেশি প্রায় ছ'জন 'ডপলগ্যাঙার' থাকে অর্থাৎ যাঁরা প্রায় ওই ব্যক্তির প্রতিমূর্তি বলা চলে ৷ আর অভিনেতা অভিনেত্রীদের যে কত এমন পাগল ফ্যান আছেন যাঁরা তাঁদের মতই সাজতে, কথা বলতে ভালবাসেন ৷ বলিউডের 'কিং খান' শাহরুখ থেকে শুরু করে 'ভাইজান' সলমন, প্রত্যেকেরই এমন কিছু অদ্ভুত ফ্যান রয়েছে ৷ এবার কিন্তু বিপদে পড়তে হল এমনই এক 'নকল' সলমনকে (Police Arrest Salman Khan Doppelganger For Disturbing Peace)৷
সোশ্যাল মিডিয়ায় রিল বানানোর জন্য শান্তিভঙ্গ করার অপরাধে লখনউতে গ্রেফতার হলেন তিনি ৷ জানা গিয়েছে ওই ব্যক্তির নাম আজম আনসারি ৷ রবিবার রাতে ক্লক টাওয়ারের কাছে একটি রিল ভিডিয়ো শ্যুট করছিলেন তিনি ৷ 'নকল' সলমনকে দেখতে রীতিমত ভিড় জমে যায় আশেপাশে ৷ শুরু হয় হইচই ৷