পশ্চিমবঙ্গ

west bengal

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত কবি মুনাওয়ার রানা, শোকপ্রকাশ অখিলেশের

By PTI

Published : Jan 15, 2024, 9:33 AM IST

Updated : Jan 15, 2024, 9:52 AM IST

Munawwar Rana Died: প্রয়াত হয়েছেন প্রখ্যাত উর্দু কবি মুনাওয়ার রানা ৷ দীর্ঘসময় ধরে গলার ক্যানসারে ভুগছিলেন তিনি ৷ তাঁর প্রয়াণে শোকাহত কবিমহল ৷

Etv Bharat
প্রয়াত উর্দু কবি মুনাওয়ার রানা

লখনউ, 15 জানুয়ারি: মিট্টি মে মিলা দে/কে জুদা হো নেহি সকতা/আব ইস সে জ্যায়দা ম্যায়/তেরা হো নেহি সকতা ৷ কবিতা ও শায়েরি দুনিয়ায় লেখনির জাদুতে যিনি মুগ্ধ করেছিলেন, সেই প্রখ্যাত মুনাওয়ার রানা পাড়ি দিলেন চিরঘুমের দেশে ৷ 71 বছর বয়সি কবি সঞ্জয় গান্ধি পোস্ট গ্রাজুয়েট ইন্সটিটিউট মেডিক্যাল সায়েন্স হাসপাতালে ভর্তি ছিলেন ৷ রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷

দীর্ঘদিন ধরেই তিনি গলার ক্যানসারে ভুগছিলেন তিনি ৷ তাঁর মেয়ে সুমাইয়া সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, রবিবার রাতে না-ফেরার দেশে পাড়ি দিয়েছেন তাঁর বাবা ৷ সোমবার শেষকৃত্য সম্পন্ন হবে ৷ কবি মুনাওয়ারের ছেলে তাবরেজ রানা বলেন, "অসুখজনিত সমস্যা নিয়ে প্রায় 14-15 দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন ৷ প্রথমে প্রখ্যাত কবিকে ভর্তি করা হয়েছিল লখনউয়ের মেদান্ত হাসপাতালে ৷ তারপর সেখান থেকে এসজিপিজিআই স্থানান্তরিত করা হয় ৷ রবিবার রাত 11টা নাগাদ প্রয়াত হয়েছেন তিনি ৷" তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সমাজবাদী পার্টির প্রেসিডেন্ট অখিলেশ যাদব ৷ তিনি এক্স (টুইটার) হ্যান্ডেলে লিখেছেন, "দেশের প্রখ্যাত কবি মুনাওয়ার রানার প্রয়াণে গভীরভাবে শোকাহত ৷ ওনার আত্মার শান্তি কামনা করি ৷ তাঁকে শ্রদ্ধার্ঘ্য ৷"

1952 সালের 26 নভেম্বর উত্তরপ্রদেশের রায়বরেলি জন্মগ্রহণ করেন প্রখ্যাত এই কবি ৷ তবে জীবনের অনেকটা সময় তিনি কাটিয়েছেন কলকাতায় ৷ 2014 সালে কবিতায় তাঁর অবদানের জন্য জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হন ৷ এছাড়াও 2014 সালে তিনি উর্দু সাহিত্যে অবদানের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কারে সম্মানিত হলেও একবছর পর তা ফিরিয়ে দিয়েছিলেন ৷ তিনি জানিয়েছিলেন, দেশে বেড়ে চলা অসহিষ্ণুতার জন্য তিনি কখনও সরকারি কোনও পুরস্কার গ্রহণ করবেন না ৷

তাঁর লেখা কবিতার প্রতিটি শব্দ গেঁথে যেত অনুরাগীদের মনে ৷ তাঁর রচিত 'মা' কবিতাটি অনুরাগী মহলে ব্যাপক জনপ্রিয় ৷ উল্লেখ্য, একাধিকবার নানা বিতর্কে জড়িয়েছেন মুনাওয়ার রানা ৷ তালিবানদের সমর্থন থেকে সরকারি পুরস্কার প্রত্যাখ্যানে বারবার তিনি এসেছেন খবরের শিরোনামে ৷ স্বভাবতই মুনাওয়ার রানার প্রয়াণে শোকহত কবি মহল ৷

Last Updated : Jan 15, 2024, 9:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details