কলকাতা, 1 জুন : বিশ্বাসই হচ্ছে না ৷ কিছুক্ষণ আগেও যিনি মঞ্চ দাপিয়ে বেড়াচ্ছিলেন, তাঁর জাদুকণ্ঠে উদ্বেল করে তুলছিলেন অনুষ্ঠানে উপস্থিত সেই মানুষটাই এখন হাসপাতালে, নিথর অবস্থায় ৷ মঙ্গলবার রাতে মাত্র 53 বছর বয়সে আপামর অনুরাগীদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় প্লেব্যাক গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কে কে ৷ কলকাতার নজরুল মঞ্চের কনসার্টের পরই এই দুঃসংবাদ পান অনুরাগীরা ৷ কে কে'র মৃত্যু নাড়িয়ে দিয়েছে সঙ্গীত, বিনোদন, ক্রীড়া জগৎ থেকে রাজনীতির কারবারিদেরও ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ থেকে বীরেন্দ্র সেহওয়াগ সকলেই স্তব্ধ ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি : কৃষ্ণকুমার কুন্নাথ, যিনি কে কে নামে সুপরিচিত তাঁর অকস্মাৎ মৃত্যুতে আমি শোকাহত ৷ সব প্রজন্মের শ্রোতাদের অন্তরে ছুঁয়ে যেত তাঁর গান ৷ গানের মাধ্যমেই আমরা তাঁকে স্মরণ করব ৷ তাঁর পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই ৷ ওঁম শান্তি ৷
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ : কে কে একজন অত্যন্ত প্রতিভাবান এবং বহুমুখী গায়ক ছিলেন। তাঁর অকাল মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং ভারতীয় সঙ্গীতের জন্য বড় ক্ষতি । কণ্ঠ দিয়ে তিনি অগণিত সঙ্গীতপ্রেমীর মনে ছাপ রেখে গিয়েছেন । তার পরিবার ও অনুরাগীদের প্রতি আমার গভীর সমবেদনা । ওম শান্তি শান্তি