পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

KK Demise : জীবন কত ক্ষণস্থায়ী ; মোদি থেকে সেহওয়াগ, কে কে'র মৃত্যু কাঁদিয়ে দিল সকলকে - pm modi to sehwag politicians and celebrities morun the death of kk

মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চের একটি অনুষ্ঠান শেষে অসুস্থ হয়ে পড়েন জনপ্রিয় প্লেব্যাক গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কে কে ৷ গানই ছিল তাঁর জীবন ৷ মঞ্চের আলোর ঝলকানি, দর্শকদের একরাশ ভালবাসা নিয়েই না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তিনি ৷

kk Demise
kk Demise

By

Published : Jun 1, 2022, 7:25 AM IST

কলকাতা, 1 জুন : বিশ্বাসই হচ্ছে না ৷ কিছুক্ষণ আগেও যিনি মঞ্চ দাপিয়ে বেড়াচ্ছিলেন, তাঁর জাদুকণ্ঠে উদ্বেল করে তুলছিলেন অনুষ্ঠানে উপস্থিত সেই মানুষটাই এখন হাসপাতালে, নিথর অবস্থায় ৷ মঙ্গলবার রাতে মাত্র 53 বছর বয়সে আপামর অনুরাগীদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় প্লেব্যাক গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কে কে ৷ কলকাতার নজরুল মঞ্চের কনসার্টের পরই এই দুঃসংবাদ পান অনুরাগীরা ৷ কে কে'র মৃত্যু নাড়িয়ে দিয়েছে সঙ্গীত, বিনোদন, ক্রীড়া জগৎ থেকে রাজনীতির কারবারিদেরও ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ থেকে বীরেন্দ্র সেহওয়াগ সকলেই স্তব্ধ ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি : কৃষ্ণকুমার কুন্নাথ, যিনি কে কে নামে সুপরিচিত তাঁর অকস্মাৎ মৃত্যুতে আমি শোকাহত ৷ সব প্রজন্মের শ্রোতাদের অন্তরে ছুঁয়ে যেত তাঁর গান ৷ গানের মাধ্যমেই আমরা তাঁকে স্মরণ করব ৷ তাঁর পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই ৷ ওঁম শান্তি ৷

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ : কে কে একজন অত্যন্ত প্রতিভাবান এবং বহুমুখী গায়ক ছিলেন। তাঁর অকাল মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং ভারতীয় সঙ্গীতের জন্য বড় ক্ষতি । কণ্ঠ দিয়ে তিনি অগণিত সঙ্গীতপ্রেমীর মনে ছাপ রেখে গিয়েছেন । তার পরিবার ও অনুরাগীদের প্রতি আমার গভীর সমবেদনা । ওম শান্তি শান্তি

প্রীতম : সবেমাত্র কে কে'র মৃত্যুর খবর শুনলাম ৷ এখনও আকস্মিকতা কাটিয়ে উঠতে পারিনি ৷ কেউ প্লিজ বলুন এই খবরটা সত্যি নয় ৷

অক্ষয় কুমার :কে কে'র মৃত্যুর খবরে অত্যন্ত দুঃখিত ৷ বিশাল বড় ক্ষতি ৷ ওম শান্তি ৷

বীরেন্দ্র সেহওয়াগ : কলকাতায় পারফরম্যান্সের পর অসুস্থ হয়ে কে কে'র মৃত্যুর খবর শুনে ভীষণ খারাপ লাগছে ৷ জীবন যে কতটা ক্ষণস্থায়ী তা আরও একবার মনে করিয়ে দিল এই মৃত্যু ৷ পরিবার ও অনুরাগীদের প্রতি আমার সমবেদনা রইল । ওম শান্তি

For All Latest Updates

TAGGED:

kkkk Demise

ABOUT THE AUTHOR

...view details