হায়দরাবাদ, 23 জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আপাতত রয়েছেন আমেরিকা সফরে ৷ সম্প্রতি আমেরিকার হোয়াইট হাউসে একটি রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করা হয়েছিল ৷ এর ঠিক আগেই এদিন মার্কিন পার্লামেন্টে ভাষণও দেন প্রধানমন্ত্রী মোদি । ভাষণে তিনি যেমন দুই দেশের সম্পর্কের কথা উল্লেখ করেন তেমনই উল্লেখ করেন বেশকিছু ছবির কথাও ৷ দক্ষিণি পরিচালক এসএস রাজামৌলির 'আরআরআর' ছবির অস্কার বিজয়ী গান 'নাতু-নাতু'র পাশাপাশি এদিন 'স্পাইডারম্যান' ছবির কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী ৷
রাষ্ট্রীয় নৈশভোজের আগে মার্কিন পার্লামেন্টে ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদি । তাঁর ভাষণে প্রধানমন্ত্রী জানান, আজকাল আমেরিকার বাচ্চারা তো 'নাতু-নাতু' গানের রীতিমতো ভক্ত হয়ে উঠেছে ৷ তারা যেমন এই গানে নাচছে তেমনই আবার অন্যদিকে ভারতীয় বাচ্চারা স্পাইডারম্যানের ভক্ত হয়ে উঠেছে ৷ তারাও হ্যালোউইন অনুষ্ঠান উদযাপন করছে স্পাইডারম্যানের পোশাক পড়ে ৷ তাই দুই দেশের সংস্কৃতি এভাবেই মিলে মিশে এক হয়ে গিয়েছে ৷