পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

HBD Bratya Basu: অভিনয়, পরিচালনা থেকে মন্ত্রিত্ব সবই সামলান একা হাতে! ব্রাত্যর কাহিনি 'নাটকের মতো'ই

অভিনয় হোক বা মন্ত্রীত্ব কিংবা ক্যামেরার পিছনে পরিচালনার কাজ-ব্রাত্য় বসু সবটাই সামলে চলেছেন একা ৷ আজ বয়সের অঙ্কে যোগ হল আরও একটা বছর ৷ তবে বয়স তাঁর কাছে সংখ্যামাত্রই ৷ কাজের মাঝেই নিজেকে নতুন করে খুঁজে নেন ব্রাত্য ৷

HBD Bratya Basu
ব্রাত্য বসুর জীবনের নানা দিক

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2023, 10:27 AM IST

কলকাতা, 25 সেপ্টেম্বর:আজ আরও একটি বসন্ত পার করে ফেললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ ব্রাত্য শুধু একজন রাজনীতিবিদ নন। তাঁর বড় পরিচয়, তিনি নাট্যব্যক্তিত্ব। পরিচালক তথা অভিনেতাও বটে ৷ সিনেমা এবং নাটকের পাশাপাশি রাজনীতিও সমানতালে সামলে চলেছেন তিনি ৷ সাধারণত, 'যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন' কথাটা ব্যবহার হয় নারীদের জন্য। কিন্তু ব্রাত্যও সমান দক্ষতায় সামলে চলেছেন তাঁর দু'টি জগতকে ৷ তাঁকে নিয়ে আলোচনা বা সমালোচনা কোনওটাই কম হয়নি ৷ দলের হয়ে বিভিন্ন কথা বলতে গিয়ে বিতর্কেও জড়িয়েছেন ৷ তবে রাজনীতির আঙিনায় আসার অনেক আগে থেকেই তিনি পরিচিত রাজনৈতিক নাটকের জন্য় ৷

তালিকায় রয়েছে 'উইঙ্কেল টুইঙ্কল'-এর মতো নাটক ৷ এমনও শোনা যাচ্ছে এই নাটক নিয়ে হয়তো তৈরি হতে পারে সিনেমাও ৷ এছাড়া ঐতিহাসিক নাটকের ক্ষেত্রেও তাঁর অবদান মনে রাখার মতো ৷ 'বোমা'র মতো নাটক তাঁর হাত ধরেই উপহার পেয়েছে বাংলা ৷ দেবব্রত বিশ্বাসের জীবন নিয়ে তিনি তৈরি করেছেন 'রুদ্ধসঙ্গীত' নাটকটি ৷ তাঁর লেখা 'হেমলাট: দ্য প্রিন্স অব গরানহাটা' নাটক নিয়েও ছবি তৈরির কথা কানাঘুষো শোনা যাচ্ছে ৷ এছাড়া লিখেছেন, 'অদামৃতকথা'র মতো উপন্যাস ৷

সিনেমার জগতেও অভিনেতা হিসাবে ব্রাত্য বসু যথেষ্ট পরিচিত নাম ৷ তাঁর অভিনীত সিনেমার তালিকায় রয়েছে 'ঝরা পালক'-এর মতো ছবি ৷ এই ছবিতে তাঁকে দেখা গিয়েছিল কবি জীবনানন্দ দাশের ভূমিকায় ৷ অন্য়দিকে, 'বারান্দা', 'বহমান','মহাপুরুষ ও কাপুরুষ', 'ইচ্ছা', 'নাটকের মতো', 'পারাপার'-এর অসংখ্য ছবিতে নজর কেড়েছেন অভিনেতা ব্রাত্য ৷

আরও পড়ুন: 'থ্রিলার এবং কমেডির মিশ্রণ হুব্বা', নতুন ছবি নিয়ে জানালেন ব্রাত্য

সিনেমার পরিচালক হিসেবেও তিনি দারুণ সফল ৷ 2010 সালে তাঁর হাত ধরে মুক্তি পেয়েছিল 'তারা ৷ মাওবাদী অভ্যুত্থান নিয়ে তৈরি এই ছবি বেশ প্রশংসা কুড়োয় ৷ 2021 সালে মুক্তি পায় 'ডিকশনারি' ছবিটি ৷ এই ছবিটিও সমালোচকদের প্রশংসা পেয়েছিল ৷ আগামিদিনেও রূপোলি পর্দায় নতুন ছবি নিয়ে হাজির হতে চলেছেন ব্রাত্য় ৷ ছবির নাম 'হুব্বা' ৷ ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাব বাংলাদেশের অভিনেতা মোশাররফ করিমকে ৷

ABOUT THE AUTHOR

...view details