মুম্বই, 13 নভেম্বর:অনুমতি নিয়েই 'কারার ঐ লৌহ কপাট' গানের সুরে পরিবর্তন করা হয়েছে ৷ তবে বাঙালির আবেগে ধাক্কা লাগলে নির্মাতারা সেজন্য ক্ষমাপ্রার্থী ৷ ঠিক এভাবেই বিদ্রোহী কবির গান সংক্রান্ত বিতর্কের জবাব দিলেন 'পিপ্পা' নির্মাতারা ৷ প্রসঙ্গত, তাঁরা জানিয়েছেন প্রয়াত কল্যানী কাজী অর্থাৎ কবির পূত্রবধূর কাছে তাঁরা এই নিয়ে অনুমতিও নিয়েছেন ৷ আর এই অনুমতিপত্রের সাক্ষী ছিলেন কাজী অনির্বাণও ৷ প্রসঙ্গত, কয়েকদিন আগেই মুক্তি পায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ নিয়ে তৈরি 'পিপ্পা' ছবির এই গান ৷ গানটিতে সুর দেন এআর রহমান ৷ তবে রহমানের দেওয়া সুর এই গানের প্রচলিত সুরের থেকে অনেকখানি আলাদা ৷ যার জেরে অনেক সঙ্গীতপ্রেমীরই এই সুর পছন্দ হয়নি ৷ তাই নিয়েই তৈরি হয় বিতর্ক ৷
বিতর্ক চলার বেশ কয়েকদিন পর তা নিয়ে মুখ খুললেন নির্মাতারা ৷ একটি দীর্ঘ বিজ্ঞপ্তি জারি করে তাঁরা লিখেছেন, "কারার ঐ লৌহ কপাট গানটি নিয়ে কয়েকদিন ধরে যে বিতর্ক চলেছে তা নিয়ে পিপ্পার নির্মতারা, পরিচালক তথা সঙ্গীত পরিচালক কিছু বিষয় স্পষ্ট করতে চান ৷ প্রয়াত কাজী নজরুল ইসলামের এই গানটির শৈল্পিক ইন্টারপ্রিটেশন-এর জন্য় প্রয়োজনীয় সত্ত্বাধিকার এবং সমস্তরকম অনুমতি নিয়েই গানটিতে পরিবর্তন করা হয়েছে ৷ "
তাঁরা আরও লেখেন, "কাজী নজরুল ইসলামের সুরের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে ৷ এমনকী সুরের জগতে, রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে তাঁর যা অবদান তা পরিমাপ করাও অসম্ভব ৷ এই অ্যালবামটি তৈরি হয়েছে সেইসমস্ত মানুষকে স্মরণ করে যাঁরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছেন ৷ মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে তাঁদের আবেগ, শান্তি ও ন্যায় বিচারের জন্য তাঁদের সংগ্রামকে স্মরণে রেখেই এই গান ৷"