পটনা, 11 এপ্রিল: সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে আমির খান, রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে দায়ের হল জনস্বার্থ মামলা। মামলা দায়ের করলেন বিহারের সমাজকর্মী তমন্না হাশমি ৷ তাঁর অভিযোগ, এই তারকারা পরোক্ষেভাবে জুয়া খেলায় মদত জোগাচ্ছেন ৷ তাই বিহারের মুজফফরপুরের এই বাসিন্দা একাধিক ক্রিকেটারদের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেছেন ৷ বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, অভিনেতা আমির খান থেকে শুরু করে ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে ৷
প্রধান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে নিজের আবেদনে সমাজকর্মীর দাবি, এই অভিনেতা ও খেলোয়াড়রা তরুণ প্রজন্মের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে খেলছেন ৷ এখন আইপিএল চলছে ৷ এ সংক্রান্ত বিভিন্ন অনলাইন গেমের জনপ্রিয়তা বেড়েছে ৷ তাতেই জড়িয়ে পড়ছে তরুণরা ৷ সমাজকর্মীর অভিযোগ, তাঁরা (খেলোয়াড়, অভিনেতা) দেশের তরুণদের ভুল পথে চালিত করছেন ৷ তাঁদের জুয়া খেলার দিকে ঠেলে দিচ্ছেন ৷ শুধু তাই নয়, তারকারা আকর্ষণীয় পুরস্কারের কথা ঘোষণা করছেন ৷ এতে তরুণরা জুয়ায় আসক্ত হয়ে পড়তে পারেন ৷