পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Bangla Team

Published : Oct 10, 2023, 7:22 PM IST

ETV Bharat / entertainment

Picasso Web Series: আসছে রাজা চন্দ'র 'পিকাসো', চমক টোটা রায়চৌধুরীর চরিত্রে

নভেম্বরে মুক্তি পাবে রাজা চন্দ পরিচালিত নতুন ওয়েব সিরিজ 'পিকাসো'। রয়েছেন টোটা রায় চৌধুরী, সৌরভ দাস, সৃজলা গুহ, রোজা পারমিতা দে, দেবপ্রসাদ হালদার, রাহেলী ও কাব্য ভৌমিক। রহস্য-রোমাঞ্চে ভরা এই সিরিজে চমক রয়েছে টোটার চরিত্রে ৷

Etv Bharat
আসছে রাজা চন্দ'র 'পিকাসো'

কলকাতা, 10 অক্টোবর: রাজা চন্দর প্রযোজনা ও পরিচালনায় নভেম্বরে ওটিটি প্ল্যাটফর্ম ক্লিক ওরিজিনালস-এ আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ 'পিকাসো'। রহস্য-রোমাঞ্চের আধারে তৈরি হয়েছে সিরিজের চিত্রনাট্য ৷ একজন চিত্রকরের আঁকা ছবি থেকে রহস্যজনকভাবে ঘটতে থাকে মৃত্যুর ঘটনা ৷ অস্বাভাবিক ঘটনাকে কেন্দ্র করে পরিচালক রাজা চন্দ আবারও ঘুঁটি সাজিয়েছেন ওয়েব সিরিজে ৷

গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে টোটা রায় চৌধুরী, সৌরভ দাস, সৃজলা গুহ, রোজা পারমিতা দে, দেবপ্রসাদ হালদার, রাহেলী ও কাব্য ভৌমিক। চিত্রনাট্য লিখেছেন অর্ণব ভৌমিক। ক্যামেরায় সৌম্যদীপ্ত (ভিকি) গুইন, সম্পাদনায় মহম্মদ কালাম। সঙ্গীত পরিচালনায় অভিষেক ও রাজপুত্র।

টোটা রায়চৌধুরী বলেন, "রাজা চন্দর সঙ্গে বহুদিনের পরিচয় ৷ প্রথমবার একসঙ্গে কাজ করেছি ৷ দারুণ অভিজ্ঞতা। আমি ভবিষ্যতে ওঁর সঙ্গে আরও কাজ করতে চাই। আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। এই সিরিজে আমার চরিত্রে অনেকগুলো স্তর রয়েছে। এর আগেও একজন চিত্রশিল্পীর চরিত্রে অভিনয় করেছি ৷ কিন্তু এই চরিত্রকে ঘিরে রহস্য রয়েছে। ক্লিকের সঙ্গে কাজ করতে পেরেও ভালো লেগেছে। আমার সহ-অভিনেতারা শুধু কঠোর পরিশ্রমী নয় তাঁরা খুবই প্রতিভাবান আর তাদের সঙ্গে কাজ করেও ভালো লাগল। "

পরিচালক রাজা চন্দ বলেন, "পাবলো পিকাসোর নাম আমার স্কুল জীবন থেকেই আকর্ষণের বিষয় ৷ এমন একটি আইকনিক নাম এবং চরিত্র-সহ সাসপেন্স থ্রিলারের চিত্রনাট্যে কাজ করা বেশ রোমাঞ্চকর ৷ টোটার সঙ্গে কাজ করে ভালো লেগেছে ৷ এটা আমাদের প্রথম কাজ। সৃজলা গুহ প্রথমবার আমার সঙ্গে কাজ করলেন ৷ আমার সব অভিনেতা, কলাকুশলীকে আমি সাধুবাদ দেব। প্রত্যেকের নিষ্ঠা আর পরিশ্রম এখানে না থাকলে কাজটা হত না। " রোজা পারোমিতা দে জানিয়েছেন, এই প্রথম রাজাদার সঙ্গে কাজ করেছি ৷ দুর্দান্ত অভিজ্ঞতা ছিল।

সৌরভ দাস বলেন, "এই প্রথম সম্ভবত চরিত্রের আগে কোনও গল্পের প্লট আমায় আকৃষ্ট করেছে। শুধু আমার নয়, এই ব্যতিক্রমী স্ক্রিপ্টের সমস্ত চরিত্র আমার পছন্দের। আমি এর আগে বেশ কয়েকটি সিরিয়াস, ইন্টেন্স এবং কমেডি রোল করেছি, কিন্তু এটা ভিন্ন ধরনের ছিল। " সৃজলা গুহ জানিয়েছেন, পিকাসো সিরিজে তাঁর চরিত্রটা নিয়ে পরীক্ষা করার জন্য অনেক সুযোগ দেওয়া হয়েছে। যা অভিনেত্রী হিসেবে বড় পাওনা। টোটা রায়চৌধুরী এবং সৌরভ দাস সহযোগিতা করেছেন অনেক।এখানে শ্রেয়ার চরিত্রটি রহস্যময়ী, প্রাণবন্ত এবং চার্মিংও বটে।

আরও পড়ুন: 'আমরা মরবো তবেই দেশ জাগবে'- প্রকাশ্যে বাঘা যতীন ট্রেলার, দেবকে দেখে মুগ্ধ সিনেপ্রেমীরা

গল্পের সূত্রপাত সাংবাদিক শ্রেয়াকে কেন্দ্র করে ৷ হঠাৎই বন্ধু বিক্রম সেনের কাছ থেকে তিনি একটি অদ্ভুত খবর পান। বিক্রম সেন ফরেনসিক বিভাগে ফোটোগ্রাফার হিসাবে কাজ করেন। তাঁর কাছ থেকেই শ্রেয়া জানতে পারেন পলাশ মুখোপাধ্যায় নামে উত্তর কলকাতা নিবাসী, জাতীয় পুরস্কার বিজয়ী একজন চিত্রকর। যাদের ছবি তিনি এঁকেছেন, রহস্যজনক ভাবে তাঁদের অকাল মৃত্যু হয়েছে। পরবর্তীকালে সাংবাদিক শ্রেয়া, চিত্রকরের কাছে যান বিষয়টি নিয়ে খবর করতে। তখনও ওই শিল্পী এক মডেলের ছবি আঁকেন, তিনি মারা যান আচমকাই। কাকতলীয় না রয়েছে কোনও গভীর রহস্য ৷ তাই জানা যাবে সিরিজের পরতে পরতে ৷

ABOUT THE AUTHOR

...view details