পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Bhorer Alo: ভোরের আলোয় অন্য পায়েলকে চেনাবেন পরিচালক সায়ন - ভোরের আলো

'ভোরের আলো'য় অন্য পায়েল সরকারকে (Payel Sarkar) চেনাবেন পরিচালক সায়ন বসু চৌধুরী (Sayan Basu Chowdhury)৷ ফেব্রুয়ারিতেই শুরু হতে চলেছে এই ছবির শ্যুটিং ৷

Bhorer Alo ETV Bharat
ভোরের আলো

By

Published : Feb 7, 2023, 3:00 PM IST

Updated : Feb 8, 2023, 12:22 PM IST

ভোরের আলোর কুশীলবরা

কলকাতা, 7 ফেব্রুয়ারি:সায়ন বসু চৌধুরীর পরিচালনায় আসছে নতুন বাংলা ছবি 'ভোরের আলো' (Bhorer Alo)। এই ছবিতে অভিনেত্রী পায়েল সরকারকে (Payel Sarkar) পাওয়া যাবে একেবারে ভিন্ন এক ইমেজে ।

রূপসা ও অজয়কে ঘিরে আবর্তিত গল্প: কাহিনির কেন্দ্রে রয়েছে রূপসা এবং অজয় । ছোটবেলায় এক দুর্ঘটনার পর থেকে রূপসার জীবন বাঁধা পড়ে হুইল চেয়ারে । সে সেমি প্যারালাইসড । হাঁটাচলা করতে পারে না সে । অজয় তার ছায়াসঙ্গী । তার খেয়াল রাখে । রূপসার ভালো-মন্দ অজয় ছাড়া কেউ জানে না । তারা একে-অপরকে ভালোবাসে । কথা দিয়েছে একে-অপরকে বিয়ে করবে । বন্ধুত্ব, ভালোবাসা, দায়িত্ব, মায়া সব নিয়েই এগিয়ে চলে তাদের জীবন ।

গল্পের মোড় ঘোরাবে নিরুপমা: এরপর একদিন নিরুপমা নামে একটি মেয়ের সঙ্গে বন্ধুত্ব হয় অজয়ের । আর এখান থেকেই গল্পের মোড় ঘুরবে অন্যদিকে । কিন্তু কোনদিকে তা জানতে হলে ছবিটি দেখতে হবে বলে জানিয়েছেন পরিচালক সায়ন বসু চৌধুরী । শ্যুটিং শুরু হবে ফেব্রুয়ারিতেই । কলকাতা এবং মফস্বলেই হবে এই ছবির শ্যুটিং, এমনটাই জানিয়েছেন পরিচালক ।

ছবিতে যাঁরা আছেন: এই ছবিতে শারীরিকভাবে অক্ষম রূপসার চরিত্রে পায়েল সরকার, অজয়ের চরিত্রে রয়েছেন সোমরাজ মাইতি (Somraj Maity)। এ ছাড়াও রয়েছেন প্রিয়াঙ্কা (বাবলি) ভট্টাচার্য, মৌটুসি, রজতাভ দত্ত প্রমুখ ।

সোমরাজ ও পায়েল

ছবি নিয়ে আশাবাদী পরিচালক: পরিচালক সায়ন এ দিন বলেন, "রূপসার চরিত্রটা বেশ কঠিন । আমি এমন কারওকে চাইছিলাম যে অনেকদিন ধরে কাজ করছে ইন্ডাস্ট্রিতে । পায়েলদি প্রায় 17-18 বছর কাজ করছেন । আর ভীষণ দক্ষ অভিনেত্রী । সেই কারণেই পায়েলদিকে নেওয়া । আর সোমরাজ আমার খুব ভালো বন্ধু । প্রথম ওকেই অজয় চরিত্রের জন্য অফার করি । রাজি হয় । এ বার দেখা যাক কী হয় । শ্যুটিং শুরু হোক । দর্শককে বলব ছবিটা দেখতে । অজয় আর রূপসার ভালোবাসার পরিণতি কী, এটাই বড় চমক ছবিতে ।"

আরও পড়ুন:আজই চার হাত এক হবে সিড-কিয়ারার, দেখুন মেহেন্দির ভাইরাল ভিডিয়ো

পায়েলকে নিয়ে উচ্ছ্বসিত সোমরাজ: সোমরাজের কথায়, "পায়েলদির সঙ্গে একটা সিরিজ করেছি । বড় পর্দায় জুটি বেঁধে এই প্রথম কাজ । আশা করি ভালোই হবে । আর সায়নের মতো আরও নতুন পরিচালক আসা দরকার । তা হলে নতুন আইডিয়া আসবে । নতুন গল্প আসবে ।"

খুব খুশি মৌটুসিও: মৌটুসি বললেন, "এখনও পুরো স্ক্রিপ্ট পড়া বাকি । তাই বেশ কনফিউজড রয়েছি । শ্যুটিং শুরু হলে ধীরে ধীরে বুঝতে পারব কী হতে চলেছে আর কী করছি । পায়েলদির অনেক সিনেমা দেখেছি । ইচ্ছা করতো নিজেও অভিনয় করব । আর এ বার সেটা সত্যি হতে চলেছে । তাই আমি খুব খুশি ।"

ভালোবাসা নিয়ে যা বললেন পায়েল: আর পায়েল সরকারের কথায়, "আমরা সকলেই ভালোবাসায় বিশ্বাস রাখতে চাই । কিন্তু সবসময় তা চাওয়ার সঙ্গে মেলে না । অনেক সময়ই সব এলোমেলো হয়ে যায় । এই ছবি দেখলে বোঝা যাবে কী বলতে চাওয়া হচ্ছে ।"

Last Updated : Feb 8, 2023, 12:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details