পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Pavel on Kolkata Chalantika হল কম পাওয়া নিয়ে কান্নাকাটি করতে নারাজ কলকাতা চলন্তিকার পরিচালক পাভেল

একইদিনে মুক্তি পেয়েছে দুটি বাংলা ছবি কলকাতা চলন্তিকা এবং লক্ষ্মীছেলে (Lokkhi Chele And Kolkata Chalantika)। স্বাভাবিকভাবেই হল পাওয়া না পাওয়া নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ৷ তবে পরিচালক পাভেল অবশ্য় এই নিয়ে আক্ষেপ করতে নারাজ (Pavel on Kolkata Chalantika )৷

Pavel on Kolkata Chalantika
হল কম পাওয়া নিয়ে কান্নাকাটি করতে নারাজ 'কলকাতা চলন্তিকা'র পরিচালক পাভেল

By

Published : Aug 26, 2022, 12:34 PM IST

Updated : Aug 26, 2022, 12:58 PM IST

কলকাতা, 26 অগস্ট: একইদিনে মুক্তি পেয়েছে দুটি বাংলা ছবি 'কলকাতা চলন্তিকা' এবং 'লক্ষ্মীছেলে'(Lokkhi Chele And Kolkata Chalantika )। প্রথমটির পরিচালক পাভেল। দ্বিতীয়টি বানিয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। স্বাভাবিকভাবেই তৈরি হয় প্রতিযোগিতা । হল কম-বেশি পাওয়া না পাওয়া, পছন্দমতো শো টাইম পাওয়া না পাওয়া নিয়ে সন্তোষ-অসন্তোষও থাকবেই । এরই মাঝে মুক্তি পাচ্ছে দুটি মর্মস্পর্শী বাংলা ছবি ।

প্রথমে আসি 'কলকাতা চলন্তিকা'র কথায় । পাভেল এই ছবি বানিয়েছেন 2016 সালে পোস্তা উড়ালপুর ভেঙে পড়ার কাহিনিকে সম্বল করে (Pavel Directional Kolkata Chalantika)। সবমিলিয়ে তিনদিনের গল্প দেখানো হয়েছে । ব্রিজ ভেঙে পড়ার আগের দিন, ব্রিজ ভেঙে পড়ার দিন আর তার পরের দিন । মানুষের হাহাকার, অসহায়তা, প্রেম সব নিয়েই এই ছবি ।

অন্যদিকে 'লক্ষ্মী ছেলে' বিহারের বুকে ঘটে যাওয়া এক সত্য কাহিনির দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি । চারটি হাত আছে এমন একটি শিশু জন্ম নিলে সমাজে তাকে দেবী হিসেবে ধরে নেওয়া হয় । আর তাকে ঘিরে চলে ব্যবসা । এমন এক বিষয় নিয়ে কাজ করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় । আর তার পরেই সেটাকে নিজের গল্পে বন্দি করেছেন পরিচালক । দুই তরফেই চলছে জোরদার প্রচার কর্মসূচী ।

স্বাভাবিকভাবেই হল পাওয়া না পাওয়া নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ৷

'কলকাতা চলন্তিকা'র প্রচারে অপরাজিতা আঢ্যকে দেখা গিয়েছে ব্যস্ত সকালে শহরে ট্রাফিক সামলাতে । একইভাবে টিম 'লক্ষ্মী ছেলে' শহরের নানা জায়গায় স্ট্রিট প্লে করছে । এই স্ট্রিট প্লে'র পরিচালনাতেও কৌশিক (Kaushik Ganguly Directional Lokkhi Chele) । সব মিলিয়ে বলা যায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেমে পড়েছে উভয়পক্ষই । তা হলে কি ছবির ব্যবসা বাড়ানোর ক্ষেত্রে প্রচারই একমাত্র হাতিয়ার?

পাভেল বলেন,"প্রচার তো অবশ্যই প্রয়োজনীয় । ছবি বানানোর পর সকলেই নানাভাবে প্রোমোশনের কথা ভাবেন৷ আমার মনে হয় সিনেমার প্রোমোশন যতটা ইউনিক করা যায় তা ছবির পক্ষেই ভাল । প্রোমোশনের মাধ্যমে সাধারণের কাছে পৌঁছনো যায় সহজেই (Pavel on Kolkata Chalantika )।"

তিনি আরও বলেন, "আমরা হয়ত অনেক বেশি হল পাব না । আমরা হয়ত শো টাইম অনেক কম পাব । বাজে সময় দেওয়া হবে আমাদের । তাও সবাইকে অনুরোধ আমাদের ট্রেলার ভাল লাগলে, গান ভাল লাগলে হল ভরিয়ে দিন । শো গুলো হাউজফুল গেলে আমার মনে হয় শো বাড়বে ।"

কইদিনে মুক্তি পেয়েছে দুটি বাংলা ছবি 'কলকাতা চলন্তিকা' এবং 'লক্ষ্মীছেলে'

আরও পড়ুন:ভানু বন্দ্যোপাধ্যায়ের 102তম জন্মদিনে বড় খবর, আসছে যমালয়ে জীবন্ত ভানু

পাভেল বুধবার ফেসবুক লাইভে এসে বলেন, "খুব বেশি হল এখনও পাইনি । সব জায়গায় একটা করে শো । তাও সেই 7 টা 45-এর মতো সময়ে । কিছু করার নেই । কেন বেশি হল পেলাম না, কেন ভাল শো টাইম পেলাম না, কারা পেল, আমরা কেন পেলাম না তা নিয়ে কান্নাকাটি তো করতে পারব না । লাভ নেই । দর্শককে অনুরোধ হল ভরিয়ে দিন যদি ট্রেলার, গান ভাল লেগে থাকে। 25 তারিখ প্রিমিয়ারে বিকেল চারটে-তে সাউথ সিটি, হাইল্যান্ড পার্কের 6টা 50-এর শো, প্রিয়াতে সন্ধে সাতটার শো পেয়েছি আমরা। আমার বিশ্বাস শো হাউজ ফুল হলে শো বাড়বে এবং সিনেমা হলও বাড়বে।"

Last Updated : Aug 26, 2022, 12:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details