হায়দরাবাদ, 10 জানুয়ারি:বলিউডের বেতাজ বাদশাহ শাহরুখের নতুন ছবি 'পাঠান' ছবির ট্রেলার সামনে এসেছে মঙ্গলবার ৷ এই অ্যাকশন থ্রিলার নিয়ে একদিকে যেমন আগ্রহ তুঙ্গে উঠেছে তেমনই চলেছে নানা ধরনের বিতর্ক ৷ কেউ বলছেন ধর্মীয় ভাবাবেগ আঘাত, কেউ বা প্রশ্ন তুলছেন অশ্লীলতা নিয়ে ৷ এরই মাঝে মঙ্গলবার ছবির ট্রেলার লঞ্চ করলেন নির্মাতারা ৷ আর সেই ট্রেলার দেখে কি বলছেন সকলে?
নেতাদের অনেকেই এই ছবি নিয়ে নানা মন্তব্য করেছেন ৷ মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র তো 'বেশরম রং' গানটি দেখার পর এও বলেছিলেন মধ্যপ্রদেশে এই ছবির মুক্তিই আটকে দেওয়া হতে পারে যদি এই গানটি না পরিবর্তন করা হয় ৷ আসুন দেখা যাক ট্রেলার দেখা অভিনেতারা কী বললেন? দক্ষিণের অভিনেতারা কিন্তু প্রশংসায় ভরিয়ে দিয়েছেন শাহরুখকে (Actors on Pathaan trailer) ৷ থলাপতি বিজয় এদিন সোশাল মিডিয়ায় লেখেন, 'শাহরুখস্যার এবং টিমকে পাঠানের জন্য শুভকামনা জানাই'(Thalapathy Vijay unveils Pathaan trailer ) ৷
এই ছবির ট্রেলারটির প্রশংসা শোনা গেল 'আরআরআর' স্টার রামচরণের গলাতেও ৷ তিনি এদিন টুইটারে লেখেন, 'পাঠান-এর গোটা টিমকে ছবির জন্য শুভকামনা জানাই ৷ শাহরুখস্যার আপনাকে অভূতপূর্ব সব অ্য়াকশন সিকোয়েন্সে দেখার জন্য মুখিয়ে রয়েছি (Ram Charan unveils Pathaan trailer ) ৷' মেগাস্টার চিরঞ্জিবীও জানিয়েছেন তিনি আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন এই ছবির জন্য ৷