পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Pathaan Trailer Leak: নেটপাড়ায় ফাঁস পাঠান-এর ট্রেলার? শাহরুখের ভাইরাল ভিডিয়ো নিয়ে জল্পনা ! - SRK New Film Pathaan Trailer

এখনও নির্মাতারা শাহরুখ খানের 'পাঠান' ছবির ট্রেলার প্রকাশ করেননি ৷ তবে তার আগেই সোশাল মিডিয়ায় ভাইরাল একটি লিকড (Pathaan Trailer leaked)৷ অনেকেই দাবি করেছিলেন এটাই 'পাঠান' ছবির ট্রেলার ৷ তবে তা নয় এই ভিডিয়ো আসলে এসেছে একটি একটি পানীয় সংস্থার বিজ্ঞাপন থেকে ৷

SRK New Film Pathaan Trailer leaks
সোশাল মিডিয়ায় ফাঁস হয়ে গেল 'পাঠান'-এর ট্রেলার

By

Published : Jan 4, 2023, 3:15 PM IST

Updated : Jan 4, 2023, 3:43 PM IST

মুম্বই, 4 জানুয়ারি:শাহরুখ খানের 'পাঠান' ছবি নিয়ে দর্শকমহলে আগ্রহ এখন রীতিমতো তুঙ্গে ৷ ইতিমধ্য়েই ছবির দু'টি গান মুক্তি পেয়েছে সোশাল মিডিয়ায় ৷ আর দু'টি গান নিয়েই তৈরি হয়েছে শোরগোল ৷ এখন সকলেই অপেক্ষায় বহু প্রতীক্ষিত ছবির ট্রেলারের ৷ কিন্তু ট্রেলারমুক্তির আগেই বিপত্তি ৷ নির্মাতারা ট্রেলার সামনে আনেননি ঠিকই, তবে এবার সোশাল মিডিয়ায় ফাঁস হয়ে গেল শাহরুখের একটি ভিডিয়োর ঝলক (Pathaan Trailer leaked)৷ যা দেখে নেটপাড়ার অনেকেই বলছেন, এটি আসলে ছবির ট্রেলারের ক্লিপিং ৷

নেটপাড়ায় যে ক্লিপিংটি ভাইরাল হয়েছে তাতে শাহরুখকে দেখা গিয়েছে একেবারে অ্যাকশন মুডে ৷ তাঁর এখানে লড়তে দেখা যাচ্ছে বেশ কয়েকজনের সঙ্গে ৷ কিন্তু সোশাল মিডিয়ায় ফাঁস হওয়া এই ভিডিয়োটি আসলে ছবির ট্রেলার নয় ৷ কিছুদিন আগেই একটি পানীয় সংস্থার বিজ্ঞাপনে এই রূপে দেখা গিয়েছিল বলিউডের বাজিগরকে ৷ সেই ভিডিয়োটিকেই ছবির ট্রেলার বলে চালানোর চেষ্টা করছেন অনেকে ৷ তাহলে কবে আসছে আসল ট্রেলার (Pathaan trailer release date locked)? নির্মাতারা সম্ভবত আগামী 10 জানুয়ারি ট্রেলারটি প্রকাশ করতে পারেন বলে জানা গিয়েছে (SRK New Film Pathaan Trailer) ৷

শাহরুখের এই ছবির জন্য় এখন সত্যিই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফ্যানেরা ৷ 'জিরো' মুক্তির চার বছর পর এই ছবির হাত ধরেই বড় পর্দায় কামব্যাক করছেন বলিউডের 'বাজিগর' ৷ যশরাজ ফিল্মসের তরফে শাহরুখের 57তম জন্মদিনে সামনে আনা হয়েছিল ছবির টিজার ৷

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির টিজার দেখেই অনুরাগীরা অনুমান করে নিয়েছিলেন, অ্যাকশন আর রোম্যান্সের বাদশাহ আবার স্ক্রিনে প্রত্যাবর্তন করছেন তাঁর চেনা মেজাজেই ৷ দেশাত্মবোধ, অ্য়াকশন এবং সাসপেন্সের একটা জমজমাট পটবয়লার হতে চলেছে এই ছবি ৷ ছবিতে থাকছেন জন আব্রাহামও (Pathaan Trailer leak)৷

আরও পড়ুন:'অন্য ধারার নয়,মানবজমিন খুব সহজ ধারার ছবি',একান্ত সাক্ষাৎকারে দাবি শ্রীজাতর

এই ছবি নিয়ে উৎসাহ যেমন তুঙ্গে তেমনই ছবি নিয়ে বিতর্কও কম হয়নি ৷ বিশেষত প্রথম গান 'বেশরম রং' মুক্তির পর যে বিতর্ক তৈরি হয় তা এখনও চলেছে ৷ তবে এসবের মাঝেই নতুন বছর 25 জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ হিন্দির সঙ্গে সঙ্গে শাহরুখ খানের 'পাঠান' মুক্তি পাবে তামিল এবং তেলেগু ভাষাতেও (Pathaan will be released on 25 January 2023) ৷ অভিনয়ের কথা বলতে গেলে 'পাঠান' ছাড়াও বলিউডের 'বাদশা'র হাতে রয়েছে দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমারের ছবি 'জওয়ান'-ও ৷ এই মশালাদার অ্য়াকশন থ্রিলারে তিনি জুটি বাঁধতে চলেছেন দক্ষিণী নায়িকা নয়নতারার সঙ্গে ৷ এছাড়া এই রাজকুমার হিরানির ছবি 'ডাঙ্কি'-তেও দেখা যাবে তাঁকে ৷ শরণার্থীদের বিষয় নিয়ে তৈরি সেই ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে তাপসী পান্নুকে ৷

Last Updated : Jan 4, 2023, 3:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details