মুম্বই, 30 জানুয়ারি:500 কোটির ল্যান্ডমার্কও ছুঁয়ে ফেলল শাহরুখের পাঠান ৷ সূত্রের খবর অনুযায়ী, যশরাজ ফিল্মস নির্মিত এই ছবির বাজেট ছিল 250 কোটি টাকা ৷ বিগ বাজেট এই ছবির টাকা উঠবে কি না, তা নিয়ে সংশয় থেকেই যায় ৷ বিশেষ করে সম্প্রতি যেভাবে একের পর এক বিগ বাজেট ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে, তাতে সংশয় জাগাটাই স্বাভাবিক ৷ আমিরের 'লাল সিং চাড্ডা' পর্যন্ত সেভাবে মানুষের মন জয় করতে পারেনি ৷ তাই শাহরুখ তাঁর কামব্যাক ছবিতে বলিউডের মান বাঁচাতে পারবেন কী? প্রশ্ন জাগছিল অনুরাগীদের মনেও ৷ কিন্তু সারা বিশ্ব জুড়ে এই ছবি যা আয় করেছে তাতে বাজেটের ডাবল টাকা ঘরে তুলে নিতে পারলেন নির্মাতারা ৷ ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ সোমবার শেয়ার করেছেন 'পাঠান' ছবির বক্স অফিস কালেকশনের নতুন রিপোর্ট কার্ড (Pathaan in 500cr Club)৷
সোমবার তাঁর সাম্প্রতিক টুইটে তিনি জানিয়েছেন, "500 কোটির মাইলফলকও পেরিয়ে গেল পাঠান: পাঁচদিনে বিশ্ব ব্যাপী আয়ের হিসাব দাঁড়াল 542কোটি ৷" এর মধ্য়ে শুধু ভারতেই এই ছবি আয় করেছে 335 কোটি টাকা ৷ এর আগে তরণ আদর্শ অনুমান করেছিলেন পাঁচ দিনে হয়তোবা ভারতে 250 কোটির বেশি আয় করবে সিদ্ধার্থ আনন্দের এই ছবি ৷ কিন্তু তাঁর আশাকেও ছাপিয়ে গিয়েছে 'পাঠান'-এর স্ট্যাটিটিক্স ৷