হায়দরাবাদ, 30 জানুয়ারি: ছবি দেখেই সমালোচক তরণ আদর্শ বলেছিলেন, বছরের প্রথম 'ব্লকবাস্টার' আসতে চলেছে ৷ অনুরাগের মতো পরিচালক বলেছিলেন, 'দিল খুশ হো গ্যায়া' ৷ তখন থেকেই বোঝা গিয়েছিল শাহরুখ ছবির প্রথম ঝলকে যেমনটা বলেছিলেন, 'আপনি কুর্সি কি পেটি বাঁধ লো, মৌসম বিগড়নে বালা হে', বক্স অফিসেও তেমনই তুফান আনতে চলেছে কিং খানের 'পাঠান' ৷ সত্যিই হয়েছে সেই ভবিষ্যদ্বাণী, পাঁচ দিনেই 400 কোটির ক্লাবে রাজার মতো জায়গা করে নিয়েছে এই ছবি ৷ তরণ আদর্শের মতে ছবিটির হিন্দি সংস্করণ রবিবার 60 থেকে 62 কোটি টাকার ব্যবসা করেছে । এর আগে তরণ আদর্শ আশা করেছিলেন এই ছবি দেশে 250 কোটি ছুঁয়ে ফেলবে পঞ্চম দিনেই (Pathaan box office Collection day 5) ৷
সত্যিই হয়েছে সেই অনুমান ৷ বিশ্লেষকদের মতে, প্রথম উইকএন্ড কাটতে কাটতে না কাটতেই শুধুমাত্র ভারতে 265 কোটি টাকা আয় করে ফেলেছে এই ছবি ৷ যদিও নির্মাতারা এখনও রবিবারের আয়ের হিসাব শেয়ার করেননি ৷ তবে ট্রেড অ্যানালিস্টদের মতে শাহরুখের এই ব্লকবাস্টার বাইরের দেশে আয় করেছে প্রায় 165 কোটি টাকা ৷ ট্রেড অ্যানালিস্টদের মতে আগামী 500 কোটির ক্লাবেও কোনও অনায়াসে জায়গা করে নেবে এই ছবি ৷ শুধু তাই নয় হিন্দির জগতে এই ছবি সবচেয়ে দ্রুত এই মাইলফলক স্পর্শ করবে ৷