হায়দরাবাদ, 12 ফেব্রুয়ারি: বলিউডকে বহু ব্লকবাস্টার উপহার দিয়েছেন সুপারস্টার শাহরুখ খান (Shah Rukh Khan Latest News)৷ যার মধ্যে কয়েকটি বক্স অফিসে রেকর্ড করেছে ৷ কিন্তু তাঁর সর্বশেষ ছবি পাঠান একেবারে ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে ৷ 25 জানুয়ারি মুক্তি পাওয়া এই ছবি দর্শকদের মুগ্ধ করেছে ৷ বক্স অফিস সে কথাই স্পষ্ট করে জানাচ্ছে ৷ 18তম দিনে (Pathaan Box Office Day 18) 924 কোটি টাকা আয় করে ফেলেছে এসআরকে-র পাঠান ৷
দ্রুত হাজার কোটির দিকে এগোচ্ছে পাঠান: যশ রাজ ফিল্মস রবিবার বক্স অফিসে পাঠানের (Pathaan Latest Updates) 18তম দিনের রিপোর্ট কার্ড প্রকাশ করেছে ৷ সর্বশেষ বক্স অফিস রিপোর্ট বলছে, শাহরুখ, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম অভিনীত চলচ্চিত্রটি দ্রুত 1000 কোটি টাকার কাছাকাছি পৌঁছে যাচ্ছে ৷ 18তম দিনে পাঠান বিশ্বব্যাপী বক্স অফিসে মোট 924 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ৷
18তম দিনে আয় 924 কোটি টাকা: এখনও পর্যন্ত ফিল্মটি শুধু বিদেশ থেকেই 43 মিলিয়ন ডলার (352 কোটি রুপি) আয় করেছে ৷ আর ভারতে পাঠানের নেট সংগ্রহ 476.05 কোটি টাকা । নির্মাতারা পাঠানের 18তম দিনের বক্স অফিস কালেকশনের কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে এ কথা জানিয়েছেন ।