পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Pathaan Box Office Day 18: দৌড় অব্যাহত পাঠানের, 18 দিনে আয় 924 কোটি টাকা - শাহরুখ খান

যশ রাজ ফিল্মস রবিবার পাঠানের 18তম দিনের বক্স অফিসের (Pathaan Box Office Day 18) রিপোর্ট কার্ড শেয়ার করেছে । শাহরুখ খানের ছবিটি (Shah Rukh Khan Latest News) বিশ্বব্যাপী বক্স অফিসে 924 কোটি টাকা আয় করেছে (Pathaan Latest Updates)।

Pathaan ETV Bharat
পাঠান

By

Published : Feb 12, 2023, 7:57 PM IST

হায়দরাবাদ, 12 ফেব্রুয়ারি: বলিউডকে বহু ব্লকবাস্টার উপহার দিয়েছেন সুপারস্টার শাহরুখ খান (Shah Rukh Khan Latest News)৷ যার মধ্যে কয়েকটি বক্স অফিসে রেকর্ড করেছে ৷ কিন্তু তাঁর সর্বশেষ ছবি পাঠান একেবারে ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে ৷ 25 জানুয়ারি মুক্তি পাওয়া এই ছবি দর্শকদের মুগ্ধ করেছে ৷ বক্স অফিস সে কথাই স্পষ্ট করে জানাচ্ছে ৷ 18তম দিনে (Pathaan Box Office Day 18) 924 কোটি টাকা আয় করে ফেলেছে এসআরকে-র পাঠান ৷

দ্রুত হাজার কোটির দিকে এগোচ্ছে পাঠান: যশ রাজ ফিল্মস রবিবার বক্স অফিসে পাঠানের (Pathaan Latest Updates) 18তম দিনের রিপোর্ট কার্ড প্রকাশ করেছে ৷ সর্বশেষ বক্স অফিস রিপোর্ট বলছে, শাহরুখ, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম অভিনীত চলচ্চিত্রটি দ্রুত 1000 কোটি টাকার কাছাকাছি পৌঁছে যাচ্ছে ৷ 18তম দিনে পাঠান বিশ্বব্যাপী বক্স অফিসে মোট 924 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ৷

18তম দিনে আয় 924 কোটি টাকা: এখনও পর্যন্ত ফিল্মটি শুধু বিদেশ থেকেই 43 মিলিয়ন ডলার (352 কোটি রুপি) আয় করেছে ৷ আর ভারতে পাঠানের নেট সংগ্রহ 476.05 কোটি টাকা । নির্মাতারা পাঠানের 18তম দিনের বক্স অফিস কালেকশনের কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে এ কথা জানিয়েছেন ।

আরও পড়ুন:সতেরো দিনে 900 কোটির ক্লাবে 'পাঠান', বক্স অফিসে অব্যাহত কিং খান ম্যাজিক

পাঠানে শাহরুখের প্রত্যাবর্তন: একটানা বেশকয়েকটি ফিল্ম ফ্লপ হওয়ার পর এসআরকে-এর কেরিয়ারে তাজা বাতাস বয়ে এনেছে পাঠান । এই ছবি ওয়াইআরএফ স্টুডিয়োকেও নতুন করে অক্সিজেন দিয়েছে ৷ 2022 সালে পরপর ফ্লপ কিছু ছবি যশ রাজ ফিল্মসের ভাগ্যের গ্রাফ নিম্নমুখী করেছিল ৷ তবে নির্মাতারা অ্যাকশন থ্রিলারের একটি সিক্যুয়েল নিয়ে আসবেন যা ওয়াইআরএফ-এর উচ্চাভিলাষী স্পাই ইউনিভার্সের অংশ হতে চলেছে ।

জওয়ান নিয়ে ব্যস্ত শাহরুখ: এ দিকে, এসআরকে বর্তমানে তাঁর আসন্ন ছবি জওয়ানের শুটিংয়ে ব্যস্ত ৷ যার পরিচালনা করছেন তামিল চলচ্চিত্র নির্মাতা অ্যাটলি । এসআরকে বাদে এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে তামিল সুপারস্টার নয়নতারা এবং বিজয় সেতুপতিকে ৷ এসআরকে-কে জওয়ানে অ্যাকশন ঘরানায় আবারও অভিনয় করতে দেখা যাবে ৷ এই ছবি চলতি বছরেই 2 জুন মুক্তি পেতে চলেছে বড় পর্দায় ৷

ABOUT THE AUTHOR

...view details