মুম্বই, 26 জানুয়ারি: দেশ জুড়ে আট হাজার স্ক্রিনে ফিরেছেন শাহরুখ খান ৷ বলিউডের বাদশাহের নতুন ছবি 'পাঠান' ঘিরে তুঙ্গে উত্তেজনা ৷ কারণ বলিউডের ব্যবসার খরা কাটাতে তাঁর উপরেই এখন নির্ভর করে আছে গোটা ইন্ডাস্ট্রি ৷ 'কেজিএফ 2', 'পুষ্পা', 'আরআরআর'-এর মতো দক্ষিণী ছবির সাফল্যের দিনে শাহরুখের জন্য ফিরে আসাটা শুধু তো তাঁর একার ফিরে আসা নয় ৷ এ যেন গোটা বলিউডের জবাব দেওয়ার পালা ৷ সবদিক থেকেই এখন ব্যাপারটা 'তিনি কিং খান, তিনি ইন্ডাস্ট্রির' মতো । গতবছর ব্যবসা সফল হতে পারেনি আমিরের 'লাল সিং চাড্ডা', অক্ষয়ের পৃথ্বীরাজ অবতারও মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে ৷ তবে প্রথম দিনেই তিনি পিছনে ফেললেন 'কেজিএফ 2', 'ওয়ার' এবং 'ঠাগস অফ হিন্দোস্তান'-কে ( Box Office Collection of SRK New Film Pathaan) ৷
গোটা বলিউডের ভরসা ছিলেন তিনিই ৷ চার বছর ছিলেন অন্তরালে ৷ তার আগে দর্শকের মন জয় করতে পারেনি তাঁর 'জিরো', 'হ্যারি মেট সেজল' ৷ কিন্তু এই ছবির ট্রেলারেই শাহরুখের গলায় শোনা গিয়েছিল সেই কাঙ্ক্ষিত সংলাপ ৷ পাঠান...'জিন্দা হ্যায়' ৷ হ্য়াঁ প্রথম দিনে প্রি বুকিংয়েই 50 কোটির ব্যবসা করে ফেলেছিল এই ছবি ৷ এবার শুধুমাত্র মাল্টি প্লেক্সের আয়ের হিসাব সামনে রাখলেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ ৷ আর সেখানেও আমিরের 'ঠাগস অফ হিন্দোস্তান', যশের 'কেজিএফ 2' এবং হৃত্বিকের 'ওয়ার' ছবিকে পেছনে ফেলে দিলেন শাহরুখ ৷