পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Pathaan Box Office Collection: বিশ্বব্যাপী আয়ের নতুন মাইলস্টোন, 696 কোটি টাকা ঘরে তুলল 'পাঠান' - Pathaan Box Office Collection

বক্স অফিসে আয়ের নিরিখে ফের নতুন মাইলফলক গড়ল 'পাঠান' (SRK New Film Pathaan Box Office Collection)৷ ইতিমধ্যেই বিশ্বব্যাপী আয়ের নিরিখে প্রায় 696 কোটি টাকা আয় করে ফেলেছে এই ছবি ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 3, 2023, 9:04 PM IST

মুম্বই, 3 জানুয়ারি: বক্স অফিসে অশ্বমেধের ঘোড়ার মতোই ছুটে চলেছে শাহরুখের নতুন ছবি 'পাঠান' ৷ ইতিমধ্য়েই বিশ্বব্যাপী আয়ের নিরিখে 696 কোটি টাকা আয় করে ফেলেছে শাহরুখের এই অ্যাকশন এন্টারটেইনার ৷ জন-দীপিকা-শাহরুখের এই স্পাই ইউনিভার্স মন কেড়েছে বিশ্বব্যাপী দর্শকদের ৷ নির্মাতা যশ রাজ ফিল্মসের পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই ভারতে প্রায় 436 কোটি টাকা আয় করেছে এই ছবি ৷ আর একই সঙ্গে বাকি দেশগুলিতে এই ছবিটি আয় করেছে 260 কোটি টাকা (SRK New Film Pathaan Box Office Collection)৷

বিশ্বব্যাপী প্রায় 8000 স্ক্রিনে মু্ক্তি পেয়েছিল 'পাঠান' ৷ সূত্রের খবর অনুযায়ী, ছবির বাজেট ছিল প্রায় 250 কোটি টাকা ৷ নির্মাতা যশ রাজ ফিল্মসের তৈরি স্পাই ইউনিভার্সে শীর্ষস্থানও দখল করে নিয়েছে এই অ্যাকশন থ্রিলার ৷ সলমনের 'টাইগার জিন্দা হ্যায়' ও হৃতিকের 'ওয়ার'-এর মতো সুপারহিট ছবিকেও পিছনে ফেলেছে এই ছবি ৷

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই স্পাই থ্রিলার নবম দিন পর্যন্ত সব মিলিয়ে আয় করেছে প্রায় 696 কোটি টাকা ৷ শুক্রবার টুইটের মাধ্যমে এমনটাই জানান নির্মাতারা ৷ পাশাপাশি সিনে সমালোচক তথা ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছেন, দক্ষিণী বলয়ে এই ছবি আয় করেছে 13.15 কোটি টাকা ৷

আরও পড়ুন:পূজা হেগড়ের ভাইয়ের বিয়েতে হাজির সলমন, ভাইরাল ছবি

শুধু আয়ের নিরিখে নয় এই ছবি সমালোচকদেরও মন যথেষ্ট আকর্ষণ করেছে ৷ তাই তো অনুরাগ কাশ্য়পের মতো পরিচালক ছবি দেখে বলেছিলেন 'দিল খুশ হো গ্যায়া' ৷ আবার পাওলো কোয়েলহোর মতো লেখকও সামনাসামনি শাহরুখের অভিনয়ের প্রশংসা করতে পিছপা হননি ৷ শাহরুখের জন্য এই বিরাট কামব্যাক ছিল ভীষণই জরুরি ৷ চার বছর বক্স অফিসে নতুন করে ইনিংস শুরু করেছেন বলিউডের বাজিগর ৷ এর আগে 'জিরো' তেমন ভালো যায়নি ৷ মন কাড়তে পারেননি এসআরকে ৷ তবে তাঁর এবারের অবতার নিয়ে কারও মনে কোনও সন্দেহ রইল না ৷

ABOUT THE AUTHOR

...view details