মুম্বই, 21 জানুয়ারি: প্রায় চার বছর বাদে অ্যাকশন থ্রিলার 'পাঠান'-এর হাত ধরে পর্দায় ফিরছেন শাহরুখ খান ৷ এই ছবিতে তাঁর বিপরীতে দীপিকা পাড়ুকোন এবং অ্যান্টাগনিস্ট হলেন জন আব্রাহাম ৷ সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই থ্রিলারটি নিয়ে চর্চা ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে ৷ যথেষ্ট শোরগোল ফেলেছে ছবির ট্রেলারও ৷ আর এবার 'পাঠান'-এর প্রিবুকিং-এর অঙ্ক শুনেও খুশিতে নেচে উঠবেন এসআরকের অনুরাগীরা ৷ জানা গিয়েছে ছবির প্রায় 15 কোটি টাকার অগ্রিম টিকিট ইতিমধ্য়েই বিক্রি হয়ে গিয়েছে ৷
প্রথম দিনের প্রি-বুকিংয়ের অঙ্ক 15 কোটি টাকা ছাড়িয়েছে:সারা দেশে গত 20 জানুয়ারি থেকে ছবির প্রি বুকিং শুরু করেছিলেন নির্মাতারা ৷ আর 'পাঠান' নিয়ে শাহরুখ প্রেমীদের আগ্রহ ঠিক কতখানি তার কিছুটা আভাস মিলল প্রথম দিনেই ৷ অগ্রিম বিক্রি হয়েছে ছবির প্রায় 4 লক্ষেরও বেশি টিকিট ৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার সাকনিল্কের মতে ইতিমধ্য়েই 'পাঠান' নির্মাতা যশ রাজ ফিল্মসের ঝুলিতে উঠে এসেছে 15.18 কোটি টাকা(SRK Pathaan advance ticket sales) ৷
হিন্দি বলয়ের পাশাপাশি সাড়া মিলেছে দক্ষিণ ভারতেও । 'পাঠান'-এর পর এমনিতেই দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমারের অ্যাকশন ভরপুর 'জওয়ান' ছবি নিয়ে পর্দায় ফিরবেন শাহরুখ ৷ সেই ছবিতে থাকবে ভরপুর দক্ষিণী মশালা ৷ তবে এবার 'পাঠান'-ও হিন্দির পাশাপাশি দক্ষিণী বলয়েও বেশ ভালো সাড়া ফেলল ৷ ছবির হিন্দি এবং তেলেগু সংস্করণের টিকিটই সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বলে জানা গিয়েছে ৷ তুলনায় অবশ্য অনেক কম বিক্রি হয়েছে তামিল সংস্করণের টিকিট ৷ এখনও পর্যন্ত পাঠান-এর মোট 4,86,424টি টিকিট বিক্রি হয়েছে বলে জানা গিয়েছে ।
আরও পড়ুন:একঝাঁক তারকা নিয়ে জট খুলতে আসছেন নয়া গোয়েন্দা অবনী সেন এসআরকের অ্যাকশন থ্রিলার 'পাঠান' পর্দায় আসতে চলেছে আগামী 25 জানুয়ারি ৷ ছবিটি অয়ন মুখোপাধ্য়ায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র' ছবির প্রি বুকিং কেও ছাপিয়ে যেতে পারে বলেই বিশ্বাস বিশ্লেষকদের ৷ রণলিয়ার এই ছবি শুধুমাত্র প্রি বুকিং থেকে আয় করেছিল প্রায় 19.66 কোটি টাকা ৷ কিন্তু পরিস্থিতি যা তাতে আগামী কয়েকদিনে শাহরুখের ছবি 'ব্রহ্মাস্ত্র'-কে পিছনে ফেলে দিতেই পারে ৷