মুম্বই, 17 জানুয়ারি: শাহরুখ খানের ফিল্ম পাঠান প্রেক্ষাগৃহে মুক্তির পাঁচ দিন আগেই অগ্রিম টিকিট (Pathaan Advance Booking) বুক করা যাবে ৷ প্রোডাকশন হাউস যশ রাজ ফিল্মস (ওয়াইআরএফ) 20 জানুয়ারিতেই এই ছবির টিকিট অগ্রিম বুকিং করার সুযোগ নিয়ে এসেছে ৷ সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এবং শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত পাঠান নিয়ে ইতিমধ্যেই দারুণ উৎসাহ তৈরি হয়েছে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ৷
20 জানুয়ারি থেকে অগ্রিম বুকিং: পাঠানকে নিয়ে দর্শকদের উৎসাহের কথা মাথায় রেখে এই ছবির অগ্রিম টিকিট বুকিং-এর সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা ৷ ওয়াইআরএফ-এর ভাইস প্রেসিডেন্ট রোহন মালহোত্রা জানিয়েছেন, "পাঠানের 2ডি ভার্সানের হিন্দি, তামিল ও তেলুগু সংস্করণের জন্য ভারতে অগ্রিম বুকিং শুরু হবে 20 জানুয়ারি থেকে (Pathaan Advance Booking Date)৷ হিন্দির জন্য আইম্যাক্স, 4ডিএক্স, ডি বক্স ও আইসিই সংস্করণগুলির মতো প্রিমিয়াম ফর্ম্যাটেরও টিকিট অগ্রিম বুকিং করা যাবে ৷ ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের চতুর্থ ছবির মুক্তি নিয়ে ওয়াইআরএফ-এর উন্মাদনা তুঙ্গে ৷ এই ছবিতে ভারতের অন্যতম বড় ফ্র্যাঞ্চাইজিতে একযোগে দেখা যাবে সুপারস্টার শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকে ৷"