পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

SRK delights over KKR win : কেকেআর-এর জয়ে উচ্ছ্বসিত, কামিন্সকে জড়িয়ে রাসেলের মতো নাচতে চান শাহরুখ - TATA IPL 2022

মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে কেকেআর-এর জয়ে উচ্ছ্বসিত শাহরুখ খান (Shah Rukh Khan delights after KKR win) জড়িয়ে ধরতে চান প্যাট কামিন্সকে (Shah Rukh Khan wants to hug Pat Cummins)৷ কিং খান লিখলেন, "প্যাট দিয়ে ছক্কে !" (Pat' Diye Chakke)

Pat' Diye Chakke: Shah Rukh Khan wants to hug Pat Cummins, dance like Andre Russell after KKR win against MI
প্যাট দিয়ে ছক্কে ! কেকেআর-এর জয়ে উচ্ছ্বসিত শাহরুখ জড়াতে চান কামিন্সকে

By

Published : Apr 7, 2022, 9:04 AM IST

Updated : Apr 7, 2022, 9:18 AM IST

পুনে, 7 এপ্রিল: বুধবার পুনেতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (TATA IPL 2022) ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসকে দুরমুশ করেছে কলকাতা নাইট রাইডার্স ৷ ঝড় বইয়ে দিয়েছেন প্যাট কামিন্স (Shah Rukh Khan wants to hug Pat Cummins)৷ স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত দলের মালিক তথা বলিউডের সুপারস্টার শাহরুখ খান (Shah Rukh Khan delights after KKR win)৷ নাইটদের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি কামিন্সের মারকাটারি ইনিংসের জন্য তাঁকে জড়িয়ে ধরতে চেয়েছেন কিং খান ৷ লিখেছেন, "প্যাট দিয়ে ছক্কে !" (Pat' Diye Chakke)

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে বুধবারের ম্যাচ 5 উইকেটে জিতে নেয় কলকাতা নাইট রাইডার্স ৷ টসে জিতে বোলিং নিয়েছিল কেকেআর (KKR defeats MI)৷ মুম্বই ইন্ডিয়ানস 3 উইকেটে 55 থেকে ইনিংসকে টেনে নিয়ে যায় 4 উইকেটে 161-তে ৷ নাইটদের সামনে 162 রানের লক্ষ্যমাত্রা রাখে পাঁচবারের চ্যাম্পিয়নরা ৷

আরও পড়ুন:TATA IPL 2022 : সূর্যের ছটায় লড়াইয়ে মুম্বই, নাইটদের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা

জবাবে ব্যাট করতে নেমে 24 বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নাইট রাইডার্স ৷ মুম্বইকে চোখে সর্ষে ফুল দেখিয়ে দেন প্যাট কামিন্স ৷ 15 বলে তিনি করেন 56 রান ৷ মাত্র 14 বলে পূর্ণ করেন 50 রান ৷ আইপিএল-এ এটাই দ্রুততম হাফ-সেঞ্চুরি ৷ কামিন্সের ইনিংস সাজানো 4টি বাউন্ডারি ও 6টি ওভার বাউন্ডারিতে ৷ ভেঙ্কটেশ আইয়ার অপরাজিত থেকে যান 50 রানে ৷

নাইটদের এই পারফরম্যান্সে বেজায় খুশি এসআরকে ৷ তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কেকেআর-এর জয়ের একটি ছবি পোস্ট করে লিখেছেন, "প্যাট কামিন্স, আমি আন্দ্রের মতো নাচতে চাই আর গোটা দলের মতো তোমাকেও জড়িয়ে ধরতে চাই ৷ দারুণ খেলেছো নাইট রাইডার্স ৷ আর কী বলার থাকতে পারে ! 'প্যাট' দিয়ে ছক্কে !!"

আরও পড়ুন :সাউদির পরিবর্তে একাদশে কামিন্স, টস জিতে মুম্বইকে ব্যাট করতে পাঠালেন শ্রেয়স

Last Updated : Apr 7, 2022, 9:18 AM IST

ABOUT THE AUTHOR

...view details