হায়দরাবাদ, 30 অক্টোবর: ফেলুদা, ব্যোমকেশ বা কর্নেল নীলাদ্রী সরকার যেমন গোয়েন্দা দুনিয়ায় নিজেদের নাম প্রতিষ্ঠা করেছেন তেমনই হলেন ভাদুড়ী মশাই ৷ রহস্যের মোড়কে লুকিয়ে থাকা সত্যকে যিনি টেনে বের করে আনতে পারেন ৷ সেই ভাদুড়িমশাইকে এবার ওয়েব সিরিজে ফিরিয়ে আনছেন পরমব্রত চট্টোপাধ্যায় ৷ সোমবার মুক্তি পেয়েছে 'পর্ণশবরীর শাপ' সিরিজের ট্রেলার ৷ ভাদুড়ী মশাইয়ের চরিত্র হয়ে অনেকদিন পর পর্দায় আরও একবার চিরঞ্জিত চক্রবর্তী ৷
হইচই-এর সোশাল মিডিয়ায় ট্রেলার শেয়ার করা হয়েছে ৷ ক্যাপশনে লেখা, "সন্ধ্যের পর যদি কেউ আপনাকে পিছন থেকে ডাকে, ফিরে তাকাবেন না ৷ এক অলৌকিক শক্তির রহস্যভেদ করতে আসছেন ভাদুড়ী মশাই ৷" ভূতের গল্প পছন্দ করেন না এমন, একজনকে খুঁজে পাওয়া বেশ দুষ্কর ৷ আলো আঁধারি রাতে গা ছমছপে অলৌকিক গল্প অনেক সময় বিশ্বাসের শিকড়ও নাড়িয়ে দেয় ৷ সামনেই ভূত চতুর্দশী ৷ অর্থাৎ কালিপুজো ৷ আলোর রোশনাইয়ে যখন সেজে উঠবে চারিদিক, তখন কে বলতে পারে সেই আলোর নীচে অন্ধকারে লুকিয়ে নেই অদ্ভুতরে কিছু ৷ মানুষের মনে ভয়ের সেই কড়া নাড়তেই পরিচালক পরমব্রত নিয়ে হাজির হচ্ছেন নতুন ওয়েব সিরিজ ৷ সোমবার প্রকাশ্যে আনা হয়েছে সিরিজের ট্রেলার ৷