কলকাতা,15 এপ্রিল :সারা বছর কাজের পর পুরস্কার পেতে কার না ভাল লাগে । আর তাই তো প্রতিবছর টেলি তারকাদের কাজের পুরস্কার দিতে অনুষ্ঠিত হয় 'সোনার সংসার' অ্যাওয়ার্ড, 'পরিবার' অ্যাওয়ার্ডের মত শোগুলি । কদিন আগেই 'সোনার সংসারে' অ্যাওয়ার্ড সম্পন্ন হল । এবার আসছে 'পরিবার' অ্যাওয়ার্ড (Parivar Award Show will be Telecast on 24th April)। সোশ্যাল মিডিয়ায় দিনকয়েক আগেই জানা গিয়েছে এই খবর । এবার চ্যানেলও জানান দিল কবে দর্শক সাক্ষী হবে এই উজ্জ্বল মুহূর্তের ।
উল্লেখ্য, সম্প্রচারের আগেই অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং রূপাঞ্জনা মিত্র দিয়ে ফেলেছেন নিজেদের পুরস্কার পাওয়ার খবর । অনিন্দ্য অর্থাৎ 'গাঁটছড়া' ধারাবাহিকের ভিলেন রাহুল সেনগুপ্ত পেয়েছেন সেরা খলনায়কের পুরস্কার । ওদিকে রূপাঞ্জনা 'অনুরাগের ছোঁয়া ' ধারাবাহিকে সেরা মায়ের পুরস্কার পেয়েছেন । তাঁর চরিত্রের নাম লাবণ্য সেনগুপ্ত । সেরা ছেলে এবং মেয়ের পুরস্কার পেয়েছেন ঋদ্ধিমান এবং খড়ি অর্থাৎ গৌরব চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায় ।