পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Parivar Award : বসতে চলেছে পরিবার অ্যাওয়ার্ডের জলসা, কাদের কাদের পুরস্কার পাওয়ার দিন এবার ? - Parivar Award

কদিন আগেই 'সোনার সংসার' অ্যাওয়ার্ড অনুষ্ঠান সম্পন্ন হল । এবার আসছে 'পরিবার' অ্যাওয়ার্ড (Parivar Award Show will be Telecast on 24th April)।

Parivar Award
বসতে চলেছে পরিবার অ্যাওয়ার্ডের জলসা, কাদের কাদের পুরস্কার পাওয়ার দিন এবার

By

Published : Apr 15, 2022, 12:57 PM IST

Updated : Apr 17, 2022, 6:31 AM IST

কলকাতা,15 এপ্রিল :সারা বছর কাজের পর পুরস্কার পেতে কার না ভাল লাগে । আর তাই তো প্রতিবছর টেলি তারকাদের কাজের পুরস্কার দিতে অনুষ্ঠিত হয় 'সোনার সংসার' অ্যাওয়ার্ড, 'পরিবার' অ্যাওয়ার্ডের মত শোগুলি । কদিন আগেই 'সোনার সংসারে' অ্যাওয়ার্ড সম্পন্ন হল । এবার আসছে 'পরিবার' অ্যাওয়ার্ড (Parivar Award Show will be Telecast on 24th April)। সোশ্যাল মিডিয়ায় দিনকয়েক আগেই জানা গিয়েছে এই খবর । এবার চ্যানেলও জানান দিল কবে দর্শক সাক্ষী হবে এই উজ্জ্বল মুহূর্তের ।

উল্লেখ্য, সম্প্রচারের আগেই অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং রূপাঞ্জনা মিত্র দিয়ে ফেলেছেন নিজেদের পুরস্কার পাওয়ার খবর । অনিন্দ্য অর্থাৎ 'গাঁটছড়া' ধারাবাহিকের ভিলেন রাহুল সেনগুপ্ত পেয়েছেন সেরা খলনায়কের পুরস্কার । ওদিকে রূপাঞ্জনা 'অনুরাগের ছোঁয়া ' ধারাবাহিকে সেরা মায়ের পুরস্কার পেয়েছেন । তাঁর চরিত্রের নাম লাবণ্য সেনগুপ্ত । সেরা ছেলে এবং মেয়ের পুরস্কার পেয়েছেন ঋদ্ধিমান এবং খড়ি অর্থাৎ গৌরব চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায় ।

আরও কারা পেলেন পুরস্কার, তা জানার দিন আসন্ন। আগামী ২৪ এপ্রিল সম্প্রচারিত হবে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান । পুরস্কার বিতরণের পালা তো থাকবেই । থাকবে নাচ, গান, মজাদার আড্ডা । টেলিভিশনের চরিত্ররা ছাড়াও এই মঞ্চে নাচে গানে মেতে উঠবেন টলিউডের সুপারস্টাররা । হাজির থাকবেন দেব, জিৎ, পায়েল, শুভশ্রী, ঐন্দ্রিলা-সহ আরও অনেকে। সকলেই এদিন সেজে থাকবেন একেবারে বাঙালি সাজে ।

আরও পড়ুন: র‍্যাম্পে হাঁটলেন শ্রীকান্ত-রাজলক্ষ্মীরা

অনেকদিন আগে থেকেই শুরু হয়েছিল ভোটাভুটির পর্ব । সব পর্ব মিটিয়ে এবার পালা ফল প্রকাশের । কে হল সেরা বউ কিংবা বর? কে-ই বা সেরা শ্বশুর বা শাশুড়ি? টেলিদর্শক মুখিয়ে রয়েছে তা জানতে ।

Last Updated : Apr 17, 2022, 6:31 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details