পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Parineeti Chopra: নয়াদিল্লির বাড়িতে প্রবেশ নবদম্পতি পরিণীতি-রাঘবের, ভিডিয়ো দেখে আপ্লুত নেটিজেনরা - পরিণীতি চোপড়া

Parineeti at Raghav House: নয়াদিল্লির বাড়িতে গৃহপ্রবেশ হল নবদম্পতি পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার ৷ বাজিয়ে ফাটিয়ে, ঢোল বাজিয়ে অভ্যর্থনা জানানো হয় তাঁদের ৷ মিষ্টি সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

Etv Bharat
নয়াদিল্লির বাড়িতে প্রবেশ নবদম্পতি পরিণীতি-রাঘবের

By ETV Bharat Bangla Team

Published : Oct 7, 2023, 12:44 PM IST

হায়দরাবাদ, 7 অক্টোবর: ঢাক-ঢোল বাজিয়ে নববধূর গৃহপ্রবেশ হল রাঘব চাড্ডার নয়াদিল্লির বাড়িতে ৷ পরিণীতি চোপড়ার গৃহপ্রবেশের সেই ছবি ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ কিছুদিন আগেই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন শুদ্ধ দেশী রোম্যান্স অভিনেত্রী পরিণীতি ৷ আপ নেতা রাঘব চাড্ডার সঙ্গে সাত পাকে বাধা পড়েছেন তিনি ৷ সেই ছবি ও ভিডিয়ো ইতিমধ্যেই ৷ এবার আরও একটি ভিডিয়ো সামনে আসেছে ৷ যেখানে পরীর গৃহপ্রবেশ থেকে মজাদার নানা খেলা দেখে অনুরাগীরাও মুগ্ধ ৷

উদয়পুরে পরী-রাঘবের বিয়ের জমকালো ভিডিয়ো, তার আয়োজন দেখে আপ্লুত নেটিজেনরা ৷ তবে শুরু থেকেই একটা প্রশ্ন অনুরাগীদের মনে ঘুরে বেড়াচ্ছিল ৷ তা হল কে প্রথম কাছে এসেছে? অর্থাৎ পরী-রাঘবের মধ্যে কে প্রথম প্রেমের প্রস্তাব দিয়েছেন ৷ সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন উচাই অভিনেত্রী ৷ একে অপরের সম্পর্কে অনেক গোপন তথ্যই ফাঁস করেছেন অভিনেত্রী ও আপ নেতা ৷

ভিডিয়োর শুরুতে দেখা গিয়েছে, রাঘবের দিল্লির বাড়ি সেজে উঠেছে আলো ও ফুল দিয়ে ৷ পরিণীতি বাড়িতে প্রবেশ করছেন লাইম গ্রিন সালোয়ার স্যুটে ৷ রাঘবের পরনে ছিল বাদামি কুর্তা-পাজামা সঙ্গে নেহরু জ্যাকেট ৷ এরপর নবদম্পতি প্রবেশ করতেই ফাটতে থাকে বাজি, বাজতে থাকে ঢোল ৷ নাচতে দেখা যায় পরীকেও ৷ এরপর একাধিক বিয়ের রীতি পালন করতে দেখা যায় তাঁদের ৷ তবে এই রীতি পালন করতে গিয়ে সবচেয়ে বেশি মজা করেছেন বাড়ির বৌ পরী ৷ রাঘব সেটা স্বীকারও করে নিয়েছেন, পরী সবচেয়ে বেশি মজাদার ৷ প্রশংসা শুনে রাঘবকে ভালোবাসি বলতে শোনা যায় ইশকজাদে অভিনেত্রীকে ৷

এরপর রাঘবের কাছে প্রশ্ন আসে, বিয়ের পর রাঘব প্রতিযোগী না ট্রেনি, কী হতে চায়? জবাবে রাঘব দারুণ উত্তর দেন ৷ তিনি বলেন, "আমি একজন প্রতিযোগী হওয়ার দৌড়ে আগে একজন একজন ট্রেনি হতে চাইব ৷" স্বামীর উত্তর শুনে খুশি হন স্ত্রী পরিণীতি ৷ উত্তর দেন, "ট্রেনি হিসাবে তোমাকে হায়ার করে নিলাম ৷" সেই ভিডিয়োতেই রাঘব বলেন, "এবার থেকে তুমি চাড্ডা ৷" পরিণীতি বলেন, "পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো পরিবার আমি পেয়েছি ৷ তাঁরা আমাকে রানির আসনে বসিয়ে রেখেছে ৷"

24 সেপ্টেম্বর উদয়পুরের লীলা প্যালেসে চার হাত এক হয়েছে পরিণীতি ও রাঘব চাড্ডার ৷ কাছের বন্ধুরা ও পরিবার উপস্থিত ছিলেন এই বিয়ের অনুষ্ঠানে ৷ ছিলেন সানিয়া মির্জা, মণীশ মলহোত্রা, হরভজন সিং-সহ আরও অনেকে ৷

আরও পড়ুন: বিধ্বস্ত হিমাচলের পাশে কঙ্গনা, বাড়িয়ে দিলেন সাহায্যের হাত

ABOUT THE AUTHOR

...view details