হায়দরাবাদ, 20 সেপ্টেম্বর:বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন অভিনেত্রীপরিণীতি চোপড়া ৷ আর কয়েক দিন বাদেই রাজনীতিবিদ তথা আপ নেতা রাঘব চাড্ডার সঙ্গে চার হাত এক হতে চলেছে বি-টাউনের অভিনেত্রীর ৷ 'রাগনীতি' বাগদান সেরে ফেলেছিলেন আগেই ৷ আর বর্তমানে দু'জনের বিয়ের প্রস্তুতি পর্ব নিয়ে অনুরাগীদের উন্মাদনা চরমে ৷ আসুন জেনে নেওয়া যাক বিয়ের সমস্ত খুঁটিনাটি খবর ৷
- রাগনীতির বিয়ের তারিখ এবং স্থান:
ডেস্টিনেশন ওয়েডিং বিষয়টা এখন বেশ জনপ্রিয় বলিউডে ৷ সিড-কিয়ারা কিংবা ভিক্যাট-এর মতো তারকাদের হাত ধরে এখন বহুল পরিচিত হয়ে উঠেছে এই বিষয়টি ৷ পরিণীতির দিদি প্রিয়াঙ্কাও বিয়ে সেরেছিলেন যোধপুরে ৷ এবার সেই রাজস্থানেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন পরিণীতিও ৷ পরিণীতি-রাঘবের বিয়ের জন্য় বেছে নেওয়া হয়েছে উদয়পুরের লীলা প্যালেসে ৷ বিয়ের তারিখ আগামী 24 সেপ্টেম্বর ৷
- নয়ের দশকের গানে গানে জমে উঠবে সঙ্গীত অনুষ্ঠান:
সঙ্গীত অনুষ্ঠানের জন্য় বেছে নেওয়া হয়েছে বেশ কিছু নয়ের দশকের গান ৷ এই গানের তালে তালেই জমে উঠবে অনুষ্ঠান ৷ প্রাক-বিবাহ অনুষ্ঠান শুরু হয়ে যাবে 23 সেপ্টেম্বর থেকেই ৷ প্রথমে সকাল 10টায় শুরু হবে চুরা সেরিমনি ৷ তারপর রয়েছে মধ্যাহ্নভোজ ৷ আর রাতে রয়েছে একটি বিশেষ পার্টি, যার থিম হবে নয়ের দশকের ওপর ৷
- মেনু এবং অন্য়ান্য আকর্ষণ: