উদয়পুর, 23 সেপ্টেম্বর: পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডার বিয়ে এখন বলিউডের টক অফ দ্য টাউন ৷ উদয়পুরের লীলা প্যালেসে সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন এই তারকা জুটি ৷ শুক্রবারই উদয়পুরে পৌঁছে গিয়েছিলেন রাঘব-পরিণীতি ৷ আর এবার চুরা সেরিমনির মধ্য দিয়ে শুরু হয়ে গেল তাঁদের প্রাক-বিবাহের অনুষ্ঠান ৷ যদিও প্রথম দিকে শোনা গিয়েছিল নিক না-থাকলেও প্রিয়াঙ্কা উপস্থিত থাকবেন এই বিবাহের অনুষ্ঠানে ৷ কিন্তু ইতিমধ্যে 'সিটাডেল'-অভিনেত্রী যে আভাস দিয়েছে তাতে মনে হচ্ছে সিদ্ধান্ত বদলে তুতো বোনের বিয়েতে থাকছেন না পিগি চপসও ৷ তবে ইতিমধ্যেই বোনের জন্য় শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন অভিনেত্রী ৷
আগেই সামনে এসেছিল প্রাক-বিবাহের অনুষ্ঠানের সময়সূচী ৷ সেই নিয়ম মেনেই লীলা প্যালেসে শনিবার সকাল 10টায় শুরু হয় চুরা সেরিমনি ৷ উপস্থিত ছিলেন পরিবারের ঘনিষ্ট সদস্যরা ৷ চুরা সেরিমনি পঞ্জাবি বিবাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রীতি ৷ কনের মামার পরিবারের তরফে এদিন চুড়ি পড়ানো হয় হবু বধূকে ৷ পরিণীতিকেও এদিন উপহার দেওয়া হল লাল ও সাদা রঙের চুড়ি ৷ বিবাহ যাতে সুখের হয় সেই কারণেই এই লাল ও সাদা চুড়ি প্রতীকি হিসাবে উপহার দেওয়া হয় কনেকে ৷