পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Parineeti Raghav Marriage Date: অক্টোবরেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রাঘব-পরিণীতি ? - অক্টোবরেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রাঘব পরিণীতি

অক্টোবরেই কি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা এবং অভিনেত্রী পরিণীতি চোপড়া ? এমনটাই বলছে বিভিন্ন মিডিয়া রিপোর্ট ।

Parineeti Raghav Marriage Date
অক্টোবরে বিয়ে সারতে চলেছেন আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা এবং অভিনেত্রী পরিনীতি চোপড়া

By

Published : Apr 21, 2023, 4:45 PM IST

হায়দরাবাদ, 21 এপ্রিল: আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা এবং অভিনেত্রী পরিণীতি চোপড়ার সম্পর্ক নিয়ে চর্চা এখন তুঙ্গে ৷ কবে বিয়ে সারছেন এই তারকা জুটি তা নিয়েও জল্পনা কম নেই ৷ যদিও যতবার পরিণীতিকে এই নিয়ে প্রশ্ন করা হয়েছে তিনি হাসি দিয়ে উত্তরটি এড়িয়ে গিয়েছেন ৷ কিন্তু এবার সামনে এল আরও একটি নতুন খবর ৷ আগামী অক্টোবরেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এই অভিনেত্রী ৷ সূত্র মারফত তো এও দাবি করা হয়েছে যে, গোপনে রোকাও সেরে ফেলেছেন তাঁরা ৷

তাঁদের এই বিবাহে দুই পরিবারের বন্ধন গড়ে উঠতে চলেছে তাই দু'জনেই খুব খুশি ৷ অনেক রিপোর্টেই দাবি করা হয়েছে, চলতি বছর অক্টোবরের শেষের দিকেই তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন ৷ তবে বিয়ের উৎসব শুরুর আগে দু'জনেই চান তাঁদের কাজগুলি শেষ করে নিতে ৷ তাই তাঁরা বিয়ে নিয়ে খুব একটা তাড়ায় আছেন মনে হচ্ছে না ।

সম্প্রতি পরিণীতির অনামিকায় একটি রূপোলি ব্যান্ড সকলের নজর কেড়েছে । সংবাদমাধ্য়মের দাবি, বিয়ের আগের প্রথম পর্বের অনুষ্ঠান ইতিমধ্য়েই সেরে ফেলেছেন তাঁরা । অনেক রিপোর্ট তো এও বলছে রোকা অনুষ্ঠানের মাধ্য়মে আংটি বদল সেরে ফেলেছেন এই তারকা জুটি । এই অনুষ্ঠানে শুধুমাত্র তাঁদের পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন ।

রাঘব-পরিণীতি বহুদিন ধরেই একে অপরকে চেনেন । তাঁদের পরিচয় গড়ে ওঠে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে । এখন অক্টোবর কী ঘটবে সেটাই দেখার । তবে অনেকেই জানেন যে 23তম জিও মামি ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে অক্টোবরেই ভারতে আসবেন প্রিয়াঙ্কা চোপড়া । আর তাই হয়তো সেই সময় সাত পাকে বাঁধা পড়তে পারেন বোন পরিণীতি এমন ধারণা করছেন অনেকেই । আগামীতে পরিণীতিকে দেখা যাবে ইমতিয়াজ আলির চমকিলা ছবিতে । এই ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিনশেয়ার করবেন দিলজিৎ দোসাং ।

আরও পড়ুন:অনলাইনে ফাঁস সলমনের 'কিসি কা ভাই কিসি কি জান' !

ABOUT THE AUTHOR

...view details