হায়দরাবাদ, 29 মার্চ:স্বরা ভাস্কর এবং ফাহাদ আহমেদের পর এবার হিন্দি বিনোদন জগতের আর এক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে রাজনৈতিক নেতার সম্পর্ক নিয়ে গুজব শুরু হয়েছে ৷ যাঁদের নিয়ে চর্চা তাঁরা হলেন 'শুদ্ধ দেশি রোম্যান্স' খ্য়াত অভিনেত্রী পরিনীতি চোপড়া এবং আপ নেতা রাঘব চাড্ডা ৷ আম আদমি পার্টির কিছু নেতা এই তারকা জুটিকে শুভেচ্ছা জানানোর পর থেকেই তাঁদের নিয়ে চর্চা শুরু হয়েছে ৷ এবার পাপারাৎজিরা সরাসরি বিয়ের খবর জানতে প্রশ্ন করলেন এই সেলেবকে ৷ কী উত্তর দিলেন পরিনীতি?
মঙ্গলবার রাতে, পরিনীতি দোহা থেকে দেশে ফিরেছেন ৷ কাতারে তাঁর একটি শ্যুটিংয়ের কাজ সেরে ফেরার পথে মুম্বুুই বিমান বন্দরে তিনি ক্যামেরাবাজদের মুখোমুখি হন ৷ টার্টেল নেক টিশার্ট এবং কালো প্যান্ট স্য়ুটে এদিন বসি লুকে ক্যামেরার সামনে হাজির হন নাায়িকা ৷ তাঁকে সামনে পেয়ে স্বাভাবিকভাবেই বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করতে ছাড়েননি পাপারাৎজিরা ৷ তবে তাঁদের উদ্দেশ্য়ে সরাসরি কোনও জবাব দেননি অভিনেত্রী ৷ তাঁর মুখে ছিল মধুর হাসি ৷ একই সঙ্গে গাড়িতে উঠে সকলকে মিষ্টি করে শুভরাত্রি এবং ধন্যবাদও জানান তিনি (Parineeti Chopra Raghav Chadha wedding rumours)৷