পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Parineeti-Raghav Wedding: সেপ্টেম্বরেই উদয়পুরে ছাদনাতলায় পরিণীতি-রাঘব, জানুন বিয়ের তারিখ-সহ বিস্তারিত তথ্য - পরিণীতি রাঘবের বিয়ে

Parineeti-Raghav Wedding Details Out: বাগদানের পর এ বার বিয়ে ৷ চলতি মাসেই রাঘব চাড্ডা এবং পরিণীতি চোপড়া উদয়পুরে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বলে খবর ৷ তাঁদের বিয়ের তারিখ এবং বিয়ে সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন ৷

Parineeti-Raghav Wedding
ছাদনাতলায় পরিণীতি-রাঘব

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2023, 8:01 PM IST

মুম্বই, 5 সেপ্টেম্বর: বাগদান হয়ে গিয়েছে আগেই ৷ এ বার পালা সাত পাকে বাঁধা পড়ার ৷ আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা ও অভিনেত্রী পরিণীতি চোপড়া চলতি মাসেই লেক সিটি উদয়পুরে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন ৷ সংবাদসংস্থার সূত্র মারফৎ জানা গিয়েছে, 23-24 সেপ্টেম্বর হোটেল লীলা প্যালেস এবং উদয়বিলাসে হবে বিয়ের অনুষ্ঠান । বিয়েতে রাজনীতি ও বলিউডের নানা বিশিষ্ট্য ব্যক্তিরা উদয়পুরে উপস্থিত থাকবেন ৷

সূত্রের মতে, মেহেন্দি, হলদি এবং সঙ্গীতের ইভেন্ট 23 সেপ্টেম্বর থেকে শুরু হবে । এছাড়াও শোনা যাচ্ছে যে, বিয়ের পরে গুরুগ্রামে একটি রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছে ৷ পরিণীতির বোন প্রিয়াঙ্কা চোপড়া এবং তাঁর স্বামী নিক জোনাস-সহ চলচ্চিত্র জগতের বেশ কয়েকজন সেলিব্রিটি এবং দিল্লি ও অন্যান্য রাজ্যের রাজনৈতিক নেতারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে ।

একটি সূত্র জানিয়েছে, "শুধুমাত্র পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের থাকার অনুমতি দেওয়া হয়েছে বিয়েতে । বিবাহের স্থান এবং আশপাশের সমস্ত প্রিমিয়াম সম্পত্তি অন্যান্য অতিথিদের জন্য সংরক্ষিত করা হয়েছে । উদয়পুরে হতে চলেছে একটি দর্শনীয় পঞ্জাবি বিয়ে । বিয়ের অনুষ্ঠান 24 সেপ্টেম্বর শেষ হবে ৷" এ ছাড়াও বিয়েতে আগত অতিথিদের নিয়ে পর্যটনেরও একটি বিশেষ পরিকল্পনা রয়েছে বলে দাবি সূত্রের ৷

নিরাপত্তার বিষয়ে যথেষ্ট কড়াকড়ি করা হয়েছে জানিয়েছে সূত্রটি ৷ বলা হয়েছে, "যেহেতু অনেক রাজনীতিবিদ বিয়েতে যোগ দেবেন, তাই হোটেলগুলির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বলা হয়েছে ।" অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির বিধায়ক রাঘব চাড্ডা 13 মে নয়াদিল্লির কাপুরথালা হাউসে বাগদান করেন ।

আরও পড়ুন:ছাদনাতলা থেকে পোশাক, তৈরি সবকিছুই; কবে এক হচ্ছে পরিণীতি-রাঘবের চার হাত

বাগদানের আগে দুজনকে একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে । চলতি বছরের মার্চে মুম্বইয়ের একটি রেস্তোরাঁয় একসঙ্গে দেখা যায় এই যুগলকে । কয়েকদিন পর বিমানবন্দরে একসঙ্গে ছবি তোলেন তাঁরা ৷ মোহালিতে আইপিএল খেলা উপভোগ করার সময়ও তাঁদের একসঙ্গে ক্যামেরাবন্দি হতে দেখা গিয়েছে ৷ দিল্লি বিমানবন্দরেও পরিণীতি ও রাঘবকে একসঙ্গে দেখা গিয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details