হায়দরাবাদ, 28 মার্চ: প্রেমের ভ্রমর মনে গুণগুণ করলেও জনসমক্ষে সেকথা স্বীকার করেননি কেউই ৷ রাজনীতির ময়দানে যিনি গলার স্বর চড়ান সেই আপ নেতা রাঘবও (Raghav Chadha) বলেছিলেন, "রাজনীতি নিয়ে প্রশ্ন করুন, পরিণীতিকে নিয়ে নয় ৷" আবার, 'উচাই' অভিনেত্রী পরিণীতি ( Parineeti Chopra) বিটাউনের পর্দায় যতটা 'শুদ্ধ দেশী রোমান্স' দেখিয়েছেন বাস্তবে ততটাই প্রেম নিয়ে চুপ থেকেছেন ৷ তবে আর চুপ থাকেলেন না রাঘবের সহযোগী আপ নেতা সঞ্জীব অরোরা (Rajya Sabha Member Sanjeev Arora) ৷ অবশেষে হাটে হাঁড়ি ভাঙলেন তিনি ৷ দুই 'ছুপারুস্তম'কে (Lovebirds Parineeti Chopra and Raghav Chadha ) সোশাল মাধ্যমে আগামী জীবনের শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানালেন (Parineeti-Raghav Relation Confirmed) সঞ্জীব অরোরা ৷
সোমবার সোশাল মাধ্যমে আপ নেতা একটি টুইট করেন ৷ যেখানে তিনি লিখেছেন, "আমার আন্তরিক অভিনন্দন রাঘব ও পরিণীতিকে ৷ তাঁদের প্রেম-ভালোবাসা পরিপূর্ণতা পাক ৷" এই খবর সামনে আসতেই পরিণীতির পুরুষ অনুরাগীদের হৃদয় ভাঙলেও জীবনের নতুন ইনিংস শুরুর জন্য শুভেচ্ছাও জানিয়েছেন সকলে ৷