পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Parineeti-Raghav in IPL: মুম্বই-পঞ্জাব ম্যাচ দেখতে স্টেডিয়ামে রাঘব-পরিনীতি, 'ভাবি...' স্লোগানে মাতল দর্শকরা - ম্যাচ দেখতে স্টেডিয়ামে রাঘব পরিনীতি

পরিনীতি-রাঘবকে এবার একসঙ্গে দেখা গেল খেলার মাঠে ৷ মুম্বই-পঞ্জাব ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির ছিলেন এই তারকা জুটি ৷ জমিয়ে স্লোগান দিলেন ফ্যানেরা ৷

Parineeti Raghav in IPL
একসঙ্গে খেলার মাঠে পরিনীতি রাঘব

By

Published : May 4, 2023, 5:33 PM IST

মুম্বই, 4 মে: বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়া এবং আপ নেতা রাঘব চাড্ডার সম্পর্ক নিয়ে গুঞ্জন বেশ কয়েকদিন ধরেই তুঙ্গে ৷ অনেক রিপোর্টে দাবি করা হয়েছে খুব তাড়াতাড়ি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তাঁরা ৷ কোথাও কোথাও আবার এও দাবি করা হয়েছে আগামী 13 মে বাগদান সারতে চলেছেন লাভবার্ডস ৷ কিন্তু কোনও তরফেই এখনও কেউ এই নিয়ে মুখ খোলেননি ৷ পাপারাৎজিদের অনেকেই পরিনীতিকে এই নিয়ে প্রশ্ন করেছেন কিন্তু উত্তরে মিলেছে শুধু মধুর হাসি ৷ এরই মাঝে আইপিএল ম্য়াচ দেখতে একসঙ্গে স্টেডিয়ামে হাজির হলেন পরিনীতি-রাঘব ৷

তাঁদের স্টেডিয়ামে একসঙ্গে দেখেই রীতিমতো উল্লসিত হয়ে ওঠেন অনুরাগীরা ৷ কেউ কেউ তো 'পরিনীতি ভাবি... পরিনীতি ভাবি...' করে স্লোগানও দেন ৷ যদিও তাঁদের উদ্দেশ্যে মধুর হেসে হাত নাড়া ছাড়া আর কোনও প্রতিক্রিয়া দেননি পরিনীতি ৷ মুম্বই এবং পঞ্জাবের টান টান লড়াই এদিন মাঠে বসে উপভোগ করেন এই দুই তারকা ৷ আবার পাপারাৎজিদের জন্য় স্টেডিয়ামে দাঁড়িয়ে একসঙ্গে পোজও দিয়েছেন রাঘব-পরিনীতি ৷

রাঘব এবং তাঁর রিউমার্ড গার্লফ্রেন্ড, দু'জনকেই এদিন দেখা যায় ম্য়াচিং কালো পোশাকে ৷ রাঘবের পরনে এদিন ছিল কালো শার্ট আর অন্যদিকে পরিনীতির পরনে ছিল কালো বডি হাগিং ড্রেস ৷ তাঁদের এই ছবি সামনে আসার পরপরই তা নিয়ে আলোচনা শুরু হয় সোশালে ৷ কমেন্ট বক্সে কেউ কেউ তাঁদের সম্পর্ক নিয়ে ট্রলিংও শুরু করেছেন ৷ এক ব্যবহারকারী তো এও লেখেন, "অভিনেত্রী হয়ে তো আর হল না, যাই হোক অন্তত বিয়ের কারণে চর্চায় উঠে এলেন ৷" কেউ কেউ আবার পরিনীতি-রাঘবকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের আগামী জীবনের জন্য় ৷

আরও পড়ুন:পাহাড়ে খুন! রহস্য উদঘাটনে আসছে 'হোম স্টে মার্ডার্স'! কী বলছেন সোহনী সৌরভরা

পরিনীতি এবং রাঘবের পরিচয় ছাত্র জীবনেই ৷ লন্ডন স্কুল অব ইকোনমিক্স-এ পড়াশোনার মাঝেই তাঁদের পরিচয় ৷ সেই সম্পর্কই এখন নয়া রূপ নিতে চলেছে বলে দাবি করা হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে ৷ যদিও আগামীতে তাঁদের সম্পর্ক কোনদিকে গড়াবে তা বলতে পারবে সময়ই ৷ তবে আপাতত স্টেডিয়ামে একসঙ্গে ক্য়ামেরাবন্দি হয়ে যে ফের শিরোনামে উঠে এলেন রাঘব-পরিনীতি তা বলাই বাহুল্য ৷

ABOUT THE AUTHOR

...view details