পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Code Name Tiranga Release Date: কবে পর্দায় আসছে পরিণীতির 'কোড নেম: তিরঙ্গা', জেনে নিন দিনক্ষণ - কবে পর্দায় আসছে পরিণীতির কোড নেম তিরঙ্গা

হার্ডি সান্ধুর সঙ্গে জুটি বেঁধে পর্দায় ফিরছেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra and Harrdy Sandhu)৷ 14 অক্টোবর পর্দায় আসতে চলেছে এই জুটির নতুন ছবি 'কোড নেম: তিরঙ্গা' (Code Name Tiranga release date )৷

Code Name Tiranga Release Date
কবে পর্দায় আসছে পরিণীতির 'কোড নেম: তিরঙ্গা'

By

Published : Sep 19, 2022, 4:38 PM IST

Updated : Sep 19, 2022, 5:45 PM IST

মুম্বই, 19 সেপ্টেম্বর:হার্ডি সান্ধুর সঙ্গে জুটি বেঁধে পর্দায় ফিরছেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra and Harrdy Sandhu)৷ 14 অক্টোবর পর্দায় আসতে চলেছে এই জুটির নতুন ছবি 'কোড নেম: তিরঙ্গা' (Code Name Tiranga release date)৷ ছবিটির পরিচালনার দায়িত্ব রয়েছে রিভু দাশগুপ্তর হাতে ৷ অ্যাকশন থ্রিলার ভালবাসলে আপনার জন্য রীতিমতো পয়সাওসুল হতে পারে এই ছবি ৷ ছবিতে পরিণীতি এবং হার্ডির সঙ্গেই স্ক্রিন শেয়ার করবেন শরদ কেলকার, রজত কাপুর, দিব্যেন্দু ভট্টাচার্য, শিশির শর্মা, সব্যসাচী চক্রবর্তী এবং দেশ মারিওয়ালা ।

'কোড নেম: তিরঙ্গা' আদতে একটি স্পাই অ্য়াকশন থ্রিলার (Parineeti Chopra and Harrdy Sandhu film title)৷ ছবির গল্প তুলে ধরে একজন নির্ভীক গুপ্তচরের গল্প যিনি সর্বদা তাঁর দেশের জন্য আত্মত্যাগ করতে প্রস্তুত ৷ তাঁর মিশনই তাঁর কাছে শেষ কথা ৷ এমনই এক র এজেন্টের ভূমিকায় এখানে অভিনয় করতে দেখা যাবে পরিণীতিকে ৷ হার্ডি সাধারণত গায়ক হিসাবেই পরিচিত দর্শক মহলে ৷ তিনিও এবার নিজের অভিনয় দিয়ে চমক দিতে চান দর্শকদের ৷

রিভু দাশগুপ্ত বলেন, "আমি আমার পরবর্তী ছবির নাম ('কোড নেম: তিরঙ্গা') ঘোষণা করতে পেরে আনন্দিত(Code Name Tiranga) ৷ 14 অক্টোবর সিনেমা হলে মুক্তি পাবে এই ছবি। আমি আশা করি দর্শকরা এই 'অ্যাকশন এন্টারটেইনার'-টি উপভোগ করবেন ।" তিনি এও জানান, দেশের জন্য় একজন সৈনিকের আত্মত্যাগের গল্পকে ফুটিয়ে তোলাই তাঁর গল্পের লক্ষ্য ৷

আরও পড়ুন:হৃতিকের নাচে মাতল নেটপাড়া, নতুন ট্রেন্ডিং 'অ্যালকোহোলিয়া'

এদিকে, পরিণীতিকে এরপর দেখা যাবে সূরজ বরজাতিয়ার 'উঁচাই' ছবিতে ৷ এই ছবিতে তাঁকে স্ক্রিনশেয়ার করতে দেখা যাবে বিগ বি এবং অনুপম খের এবং বোমান ইরানির ৷ ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী নভেম্বরে ৷ আবার অন্যদিকে অক্ষয় কুমারের সঙ্গেও আগামীতে জুটি বাঁধছেন পরিণীতি ৷ সেই ছবির নাম অবশ্য় এখনও ঠিক হয়নি ৷

Last Updated : Sep 19, 2022, 5:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details