মুম্বই, 18 সেপ্টেম্বর: জীবনের সেরা সময়টা চুটিয়ে উপভোগ করছেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর । রবিবার ইনস্টাতে একটি মিষ্টি সাদা-কালো ছবি শেয়ার করে জানান দিলেন বলি সেলেব জুটি। সেখানে রণবীর আলিয়ার (Ranbir Alia) নাকে চুম্বন করছেন। ছবিতেই স্পষ্ট দু'জনের মুহুর্ত এখন কেমন আবেগঘন কাটছে (Parents to be Ranbir Alia Post Adorable Pics on Social Media) ৷
সোশাল মিডিয়ায় পোস্চ করা রোমান্টিক এই ছবিটিতে আলিয়া ও রণবীর দু'জনেই চোখ বন্ধ করে রয়েছেন। রণলিয়া দম্পতির ছবি ব্রহ্মাস্ত্র (Brahmastra) সম্প্রতি মুক্তি পেয়েছে ৷ এই ছবির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রণলিয়ার লাভ স্টোরি ৷ এখান থেকেই তাঁদের প্রেম জার্নি স্টার্ট ৷ তাঁর ইনস্টাতে ছবি শেয়ারের পর ক্যাপশনে আলিয়া ভাট লিখেছেন, 'হোম'। পাশাপাশি ক্যাপশনে একটি ইনফিনিটির ইমোজিও দিয়েছেন। অর্থাই রণপত্নী এখন বাড়িতেই কাটাচ্ছেন সুন্দর মুহুর্তগুলো ৷ হবু বাবা, মায়ের এই ছবি ক্যামেরাবন্দি করেছেন সেলিব্রিটি ফটোগ্রাফার অবিনাশ গোয়ারিকড় ৷