কলকাতা, 22 এপ্রিল:এ বার দুই অসৎ বন্ধুর গল্প আসতে চলেছে বড় পর্দায় । একজন চোর, অন্যজন টিকিট ব্ল্যাকার । অসৎ উপায়ে কাজ করতে গিয়ে তারা নানা ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয় ।
টনিকের পর থেকে একটু বেশিই ব্যস্ত হয়ে পড়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায় (king of ghost)। তাঁকে নিয়ে ছবি বানাচ্ছেন অর্ণব মিদ্যা । ছবির নাম 'সেদিন কুয়াশা ছিল'। জানা গেল আরও এক ছবির নাম, 'সৎ ভূত অদ্ভুত' (Sot Bhoot Adbhut)। পরিচালক প্রীতম সরকার এ বার পরাণ বন্দ্যোপাধ্যায়কে (Paran Bandopadhyay film) বানিয়ে দিচ্ছেন ভূত । আসছে বাংলা ছবি 'সৎ ভূত অদ্ভুত'।
বিল্টু আর রানা নামে দুই বন্ধুর মধ্যে একজন চোর অন্যজন টিকিট ব্ল্যাকার । চোরের ভূমিকায় পার্থসারথি আর টিকিট ব্ল্যাকারের ভূমিকায় প্রসূন গাইন ।
একদিন এই দুই মূর্তিমান ধরা পড়ে এবং পিটুনি খায় । এরপর তারা দুজনে এক ফন্দি আঁটে । ঘন জঙ্গলে চলে যায় দুজনে । জঙ্গলে তাদের সঙ্গে কী ঘটে সেটাই চমক । তারা কি পালটে যাবে কোনওদিন ? নাকি এই অসৎ পথেই এগিয়ে চলবে তাদের জীবন ? এই প্রশ্নের উত্তর মিলবে ছবিতে ।