কলকাতা, 29 মে: 'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চে সঞ্চালকের ভূমিকা পালন করে সকলকে প্রতি মাতিয়ে রাখেন অঙ্কুশ হাজরা । তাঁর মজাদার কথা থেকে শুরু করে খুনসুটিতে বেজায় খুশি দর্শক । কিন্তু রবিবারের পর্বে অঙ্কুশকে দেখা গেল না সঞ্চালকের ভূমিকায় । তাঁর জায়গায় সঞ্চালনা করতে দেখা গেল পরমব্রত চট্টোপাধ্যায়কে । নীল স্যুটে তিনিও ছিলেন নজরকাড়া । সঞ্চালনায় পরমব্রত বরাবরই সিদ্ধহস্ত । অন্য এক চ্যানেলেও তিনি সামলাচ্ছেন সঞ্চালকের দায়িত্ব । এবার 'ডান্স বাংলা ডান্স'-এও একই ভূমিকায় দেখা গেল তাঁকে। কিন্তু কেন? অঙ্কুশ কি তা হলে শো ছেড়ে চলে গেলেন?
আপাতত সেরকম কোনও খবর কিন্তু নেই । সকলেই বলছে তিনি নিখোঁজ । খুঁজে পাওয়া যাচ্ছে না তাঁকে । তাই তাঁর অন্তর্ধান রহস্য উদঘাটন করতে মঞ্চে হাজির ফেলুদা । 'সাবাশ ফেলুদা' সিরিজের ফেলু মিত্তির পরমব্রত চট্টোপাধ্যায় এসে সামলালেন গোটা শো'টি। সহজ কথায় অঙ্কুশের দায়িত্ব সামলালেন পরম।
দ্বীপান্বিতার সুন্দর নাচে বেজায় খুশি হন বিচারকমণ্ডলী । শ্রীজা ও তিতাসের ধামকেদার পারফরম্যান্স দেখেও মুগ্ধ সকলে । সুকৃতির চোখ ধাঁধানো নাচ, কর্মকার পরিবারের মহাদেব থিমের ডান্স পারফরম্যান্স চোখ ধাঁধিয়ে দেয় সকলের । কৃষ্ণ বেশে নাচল ছোট্ট ঋষিতা । এদিনের পারফরমার অফ দ্য ডে- বড়দের মধ্যে দীপান্বিতা, ছোটদের মধ্যে সুকৃতি। আর পারফরমার অফ দ্য উইক ভূমিকা।