কলকাতা, 13 জুন :প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের শেষ ছবি 'শর্মাজি নমকিন'-এর গল্প অনেকেরই জানা । খুব সুন্দর রান্না কীভাবে একজন মানুষের জীবনকে বদলে দিতে পারে তা নিয়েই এগিয়েছে সিনেমা ৷ অবসর জীবনে শর্মাজির বাঁচার একমাত্র রাস্তা হয়ে উঠেছিল রান্না ৷ এবার এরকমই আরেকটি রান্নার গল্প আসতে চলেছে রূপোলি পর্দায় ৷ পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের হাত ধরে এবার বড়পর্দায় আসছে নতুন ছবি 'বৌদি ক্যান্টিন' (Parambrata Subhashree New Film Boudi Canteen)৷
এই ছবি তুলে ধরবে রোজকার চারপাশে দেখা এক নারীর জীবনের গল্প ৷ একটা রান্নাঘরই একজন নারীর জীবন কীভাবে বদলে দিতে পারে সেই গল্পই উঠে আসবে পর্দায় ৷ 'হাবজি গাবজি'-র পর এই ছবিতে ফের একবার জুটি বাঁধবেন পরমব্রত এবং শুভশ্রী গঙ্গোপাধ্য়ায় ৷ অন্যতম মুখ্য চরিত্রে দেখা যাবে সোহম চক্রবর্তীকেও ৷