কলকাতা, 15 অগস্ট:একদিকে যখন স্বাধীনতা দিবসের 75 বছর পূর্তি উপলক্ষ্যে মেতে উঠেছে সারা দেশ, টলি তারকারা শুভেচ্ছা জানাচ্ছেন অনুরাগীদের, তখন ভক্তদের একটি বড় সুখবর দিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ৷ পরিচালনায় আগেই অভিষেক হয়েছে পরমব্রতর ৷ এর আগে 'সোনার পাহাড়', 'অভিযান'-এর মত বেশ কিছু ছবিতে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন তিনি ৷ এবার আসছে তাঁর আরেকটি নতুন ছবি (Upcoming Bengali Film Directed by Parambrata Chatterjee)৷
স্বাধীনতা দিবসের বিশেষ দিনে সেই খবরই সকলকে জানালেন অভিনেতা ৷ তাঁর নতুন ছবি 'বারুদ ও আদালত'-এর টিজার পোস্ট করে পরমব্রত লেখেন, "ভারতের স্বাধীনতার লড়াইয়ে বাংলা ও বাঙালির অবদানের এক গুরুত্ত্বপূর্ণ কিন্তু অপেক্ষাকৃতভাবে কম চর্চিত অধ্যায়ের কথা বলবে আমাদের এই ছবি, এমনটাই উদ্দেশ্য ৷ আজকের বিশেষ দিনে এই ঘোষণা করতে পেরে, আমরা আনন্দিত, গর্বিত ! বড় পর্দায় দেখা হবে 15 অগস্ট 2023-এ! স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও আলিঙ্গন সবাইকে !"