পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

মোস্ট এলিজেবল ব্যাচেলর পরমব্রতর বিয়ে? কী বলছেন পরম-বন্ধুরা... - পরমব্রতর বিয়ে

Parambrata Chatterjee Wedding: অবশেষে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন পরম-পিয়া ৷ দীর্ঘ সময় ধরে যে প্রেম নিয়ে এত জল্পনা ছিল আজ তা পেতে চলেছে পরীণতি ৷ পরিবার ও কাছের বন্ধুদের সাক্ষী রেখেই বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ৷ পাত্রীর নাম সকলেরই জানা ৷

Etv Bharat
পরমব্রতর বিয়ে?

By ETV Bharat Bangla Team

Published : Nov 27, 2023, 11:56 AM IST

কলকাতা, 27 নভেম্বর: অবশেষে আইবুড়ো স্টেটাস ঘুচতে চলেছে টলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর পরমব্রত চট্টোপাধ্যায়ের। সূত্রের খবর, আজই বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। পাত্রী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেতা পরমব্রত ৷ পরম বন্ধুর বিয়েতে কারা থাকবেন উপস্থিত, তা নিয়েও চলছে বিস্তর জল্পনা ৷

পরমব্রতর ইন্ডাস্ট্রির দুই প্রিয় বন্ধু রুদ্রনীল ঘোষ এবং অঙ্কুশ হাজরার কাছে জানতে চাওয়া হয়, তাঁরা কি পরম বন্ধুর বিয়েতে নিমন্ত্রিত ? অভিনেতা অঙ্কুশ ইটিভি ভারতকে বলেন, "বিনা নিমন্ত্রণে গেলে খুব খারাপ দেখাবে।" সুতরাং বোঝাই যাচ্ছে তাঁকে আজ বিয়েতে ডাকেননি পরমব্রত। অন্যদিকে, রুদ্রনীল বলেন, " বিয়ে কোথায় হচ্ছে জানি না।" দুই বন্ধুর মন্তব্য থেকে স্পষ্ট, এই বিয়ে নিয়ে আর কোনও জল্পনা নেই ৷ বরং এবার সত্যি সত্যিই জীবনসাথী খুঁজে পেয়েছেন পরমব্রত৷

জানা গিয়েছে সোমবার খুব অল্প কয়েকজন নিমন্ত্রিত এবং পরিবারের মানুষদের সাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন পরমব্রত। পরে ইন্ডাস্ট্রির বন্ধু বান্ধবদের নিয়ে হবে গ্র্যান্ড রিসেপশন। পরম-পিয়ার প্রেমের গুঞ্জন অনেকদিন ধরেই ভাসছিল টলিপাড়ায় ৷ তবে দুজনেই নিজেদের সম্পর্কের ব্যাপারে মুখে এঁটেছিলেন কুলুপ। কারণ পাত্রী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। পরমব্রত তাঁর বিদেশিনী বন্ধু ইকার সঙ্গে প্রেম নিয়ে লুকোছাপা করেননি কখনও। তবে, অনুপমের প্রাক্তন ঘরণীর সঙ্গে প্রেম নিয়ে তিনিও ছিলেন চুপ।

অনেকেই জানিয়েছেন, পরমের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই ঘর ভেঙেছিল অনুপম আর পিয়ার। তবে, এই ব্যাপারে নানা সময়ে সংবাদ মাধ্যম পরমব্রতর কাছে প্রশ্ন করায় তিনি বিরক্ত হয়েছেন এবং জানিয়েছেন পিয়া এবং তিনি ভালো বন্ধু। তবে, এবার আর শুধু বন্ধুত্ব নয়, এক সুতোয় বাঁধা পড়তে চলেছে দু'জনের জীবন। পরমব্রত এই সময়ের সফল অভিনেতা এবং পরিচালক এবং প্রযোজকও বটে। তাঁর প্রযোজনায় একাধিক ছবি ও সিরিজ ইতিমধ্যেই দেখে ফেলেছে দর্শক। পরমের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণের আগ্রহ সর্বদাই তুঙ্গে। তাঁর ফ্যান ফলোয়ারের সংখ্যাও নেহাৎ কম নয়। এহেন পরমব্রত চট্টোপাধ্যায়ের বিয়েতে কী হচ্ছে তা নিয়ে সাধারণের চোখ যে সামাজিক মাধ্যমে আটকে থাকবে তা বলার অপেক্ষা রাখে না।

ABOUT THE AUTHOR

...view details