কলকাতা, 8 সেপ্টেম্বর:পুজোর আবহে সেপ্টেম্বরেই মুক্তি পেতে চলেছে একগুচ্ছ ছবি । 'কাছের মানুষ', 'বৌদি ক্যান্টিন', 'কর্ণসুবর্ণের গুপ্তধন', 'অতি উত্তম' আসছে পুজোর শুরুতেই । এখনও পর্যন্ত অক্টোবর মাসে একটি ছবিরই মুক্তির কথা রয়েছে । সেটি হল অনির্বাণ ভট্টাচার্য পরিচালিত 'বল্লভপুরের রূপকথা'। আগেই জানা গিয়েছিল 18 নভেম্বর পর্দায় আসছে জিৎ চক্রবর্তী পরিচালিত 'কথামৃত'। আর এবার সামনে এল আরও একটি নতুন ছবির মুক্তির দিনক্ষণ ৷ 4 নভেম্বর মুক্তি পাবে সপ্তাশ্ব বসু পরিচালিত 'ডঃ বক্সী'(Parambrata Subhashree New Film D Bakshi)।
'ডঃ বক্সী' ছবিতে দর্শক দেখবেন চিকিৎসা কেলেঙ্কারির বিরুদ্ধে এক ডাক্তারের রুখে দাঁড়ানোর প্রচেষ্টা । তাঁর এই প্রচেষ্টায় উপকৃত হন বহু মানুষ । তবে এই কাজটি করতে ওই চিকিৎসক যে পথটি অনুসরণ করেছিল তা নৈতিক ছিল না । ওদিকে গল্পে দেখা যায় মৃণালিনী সেন একটি ঐতিহ্যবাহী হোটেলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে যায় । সোশাল মিডিয়া পোস্ট, ভ্লগ ইত্যাদির জন্য সে যখন ফটোসেশনে ব্যস্ত, ঠিক সেই সময় একটি হত্যা রহস্যের ফাঁদে পড়ে যায় সে । তারপর কী হয় সেটাই দেখার ।