পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Pankaj Wraps New Film: 'নিজেকে ভাগ্যবান মনে করি', অটল চরিত্রের শুটিং শেষ করে লিখলেন পঙ্কজ - Its a Wrap

'ম্যায় অটল হুঁ' ছবির শুটিং শেষ করলেন পঙ্কজ ত্রিপাঠী ৷ ছবির শেষ দিনের শুটিংয়ের একটি ভিডিয়োও শেয়ার করলেন অভিনেতা ৷

Pankaj wraps New Film
ম্যায় অটল হুঁর শুটিং শেষ করলেন পঙ্কজ

By

Published : Jul 15, 2023, 7:17 PM IST

হায়দরাবাদ, 15 জুলাই: বলিউডে একইসঙ্গে দু'জন অভিনেতাকে দেখা যাবে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে ৷ একদিকে কঙ্গনার 'ইমার্জেন্সি' ছবিতে এই চরিত্রে দেখা যাবে শ্রেয়স তলপাড়েকে ৷ আবার অন্য়দিকে 'ম্যায় অটল হুঁ' ছবিতে এই একই চরিত্রে অভিনয় করবেন পঙ্কজ ত্রিপাঠী ৷ শনিবার শেষ হল পঙ্কজের সেই ছবির শুটিং ৷ ইতিমধ্যেই সামনে এসেছে শ্রেয়স-পঙ্কজ দু'জনের লুকই ৷ দু'জনেই নজর কেড়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর বেশে ৷ সঙ্গে আজ তাঁর শুটিংয়ের একটি ভিডিয়োও শেয়ার করলেন অভিনেতা ৷

শুটিং শেষের খবর ভিডিয়োর ক্য়াপশনে দিয়েছেন অভিনেতা ৷ তিনি লিখেছেন, "এই 'অটল' সফর সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে ৷ আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি শ্রী অটল বিহারী বাজপেয়ীর মতো একজন মহান মানুষের চরিত্রের খুঁটিনাটি দিকগুলি পর্দায় ফুটিয়ে তুলতে পারছি ৷ "

'ম্যায় অটল হুঁ' ছবিটির কাহিনি রচনা করেছেন ঋষি বীরমনি ৷ শনিবার মুম্বইয়ে ছবির শুটিং শেষ করলেন ছবির পরিচালক রবি যাদব ৷ শুধু মুম্বই নয়, ছবিটির বিভিন্ন অংশের শুটিং হয়েছে কানপুর, দিল্লি ও লখনউতে ৷ ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে লিজেন্ড স্টুডিয়োস প্রোডাকশন এবং ভানুশালি স্টুডিয়োস লিমিটেড ৷ ছবিতে শুধু যে অটল বিহারী বাজপেয়ীর রাজনৈতিক জীবনের ইতিবৃত্ত ফুটে উঠবে তা নয়, বরং ছবিতে দেখা যাবে তাঁর শৈশব, কৈশোর এবং যৌবনের বিভিন্ন কাহিনিও ৷ ছবিটি কবে মুক্তি পেতে চলেছে সেই সংক্রান্ত কোনও তথ্য এখনও সামনে আসেনি ৷

আরও পড়ুন:ওয়েব সিরিজের পর এবার বড় পর্দার ব্যোমকেশেও সম্পূর্ণা, বিপরীতে সত্যম

ছবিতে অন্যান্য় চরিত্রে কারা কারা রয়েছেন, তাও এখনও জানা যায়নি ৷ অটল বিহারী বাজপেয়ী শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন ৷ ভারতের এই প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন একজন কবিও ৷ তাই নতুন এই ছবিতে কীভাবে পর্দায় পঙ্কজ ফুটিয়ে তুলবেন এই চরিত্রটি সেটাই দেখার ৷ অন্যদিকে শ্রেয়স তলপাড়েও 'ইমার্জেন্সি' ছবিতে অভিনয় করছেন অটল বিহারীর চরিত্রে ৷ কঙ্গনা রানাওয়াত পরিচালিত এই ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী নভেম্বরে ৷

ABOUT THE AUTHOR

...view details