মুম্বই, 18 নভেম্বর: জল্পনা ছিলই ৷ এ বার তাতে শিলমোহর পড়ল ৷ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে (Atal Bihari Vajpayee) নিয়ে যে বায়োপিক (Pankaj to Essay Vajpayee) তৈরি হচ্ছে তার প্রধান ভূমিকায় দেখা যাবে বলিউডের অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে । নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় নিজেই এই খবর নিশ্চিত করেছেন তিনি ৷
ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেছেন পঙ্কজ ত্রিপাঠী ৷ সেখানে হিন্দিতে ক্যাপশন দিয়ে তিনি লিখেছেন, "ভারত জমিন কা টুকড়া নহি, জিতা জাগতা রাষ্ট্রপুরুষ হ্যায় ! ইয়ে পাংক্তিয়াঁ লিখনে ওয়ালি মহান নেতা শ্রী অটল বিহারী বাজপেয়ীজি কি ভূমিকা মুঝে বড়ে পরদে পর সাকার করনে কা অবসর মিল রাহা হ্যায়, ইয়ে আপনে সৌভাগ্য মানতা হুঁ । #অটল জল্দ হি।" এই ক্যাপশনের বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ভারত শুধু এক টুকরো জমি নয়, জলজ্যান্ত একটা রাষ্ট্রপুরুষ ! এই পংক্তির লেখক মহান নেতা শ্রী অটল বিহারী বাজপেয়ীজির ভূমিকা আমি বড় পর্দায় ফুটিয়ে (Atal Bihari Vajpayee biopic) তোলার সুযোগ পেয়েছি, এটা আমার সৌভাগ্য ৷ এই ছবির নাম দেওয়া হয়েছে, 'ম্যায় রহুঁ ইয়া না রহুঁ ইয়ে দেশ রেহনা চাহিয়ে – অটল'৷ ছবিটির প্রযোজনা করেছেন সন্দীপ সিং এবং বিনোদ ভানুশালী ।
ছবিটি পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়ার বই "দ্য আনটোল্ড বাজপেয়ী: পলিটিশিয়ান অ্যান্ড প্যারাডক্স" এর থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে ৷ এই বইটির লেখক উল্লেখ এনপি ৷ 2023 সালে এই ছবির শ্যুটিং শুরু হবে ৷ 'ম্যায় রহুঁ ইয়া না রহুঁ, ইয়ে দেশ রেহনা চাহিয়ে - অটল' মুভিটি পরের বছর বড়দিনের সময় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ৷ 2023 সালের বড়দিন অর্থাৎ 25 ডিসেম্বরে অটল বিহারী বাজপেয়ীর 99 তম জন্মবার্ষিকী ৷