কলকাতা, 30 নভেম্বর: 'শেরদিল'-এর প্রচারে এসে পঙ্কজ ত্রিপাঠী আগেই জানিয়েছিলেন যে তিনি আগামীতেও কাজ করতে চান বাঙালি পরিচালকের সঙ্গে । আর হলও তাই। সবকিছু ঠিক থাকলে এবার অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় জয়া আহসানের সঙ্গে জুটি বেঁধে কাজ করতে চলেছেন পঙ্কজ ত্রিপাঠী । ছবির নাম 'করক সিংহ'। নাম ভূমিকায় দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকে । অনিরুদ্ধর এটি তৃতীয় হিন্দি ছবি (Karak Singh is Coming Soon)।
সূত্রের খবর, এই ছবিতে অন্যতম প্রধান চরিত্রে দেখা যেতে পারে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে (Pankaj Tripathi New Film Karak Singh)। যদিও পশ্চিমবঙ্গের অনেক ছবিতেই ইতিমধ্য়ে কাজ করে ফেলেছেন জয়া ৷ 'রাজকাহিনি' থেকে শুরু করে 'বিসর্জন'-এর মতো ছবিতে তাঁর অভিনয় দর্শকের নজর কেড়েছে ৷ সত্যিই যদি এই ছবিতে জয়া অভিনয় করেন তা হলে এটি তাঁর প্রথম হিন্দি ছবি হতে চলেছে (Jaya Ahsan And Pankaj Tripathi New Film) । এ ছাড়াও এই ছবিতে রয়েছেন 'দিল বেচারা' ছবির অভিনেত্রী সঞ্জনা সাংভি । প্রসঙ্গত, 'দিল বেচারা' ছিল সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ।
সত্যিই যদি এই ছবিতে জয়া অভিনয় করেন তা হলে এটি তাঁর প্রথম হিন্দি ছবি হতে চলেছে 'করক সিংহ' ছবিতে বাংলার এক ঝাঁক অভিনেতা অভিনেত্রীকেও দেখা যাবে বলে জানা গিয়েছে । গল্পের দিকে তাকালে জানা যায়, 'করক সিংহ' ছবির কেন্দ্রে রয়েছে আর্থিক কেলেঙ্কারি । তবে, কোন আর্থিক কেলাঙ্কারির ঘটনা এখানে তুলে ধরা হবে তা এখনও স্পষ্ট নয় । ছবির শুটিং হবে কলকাতা এবং মুম্বই দুই জায়গা মিলিয়ে । ডিসেম্বরের প্রথম সপ্তাহেই মুম্বইতে শুরু হবে ছবির শুটিং । তার পর কলকাতায় টানা 20 থেকে 25 দিন শুটিং সারবেন অভিনেতা অভিনেত্রীরা ৷
আরও পড়ুন:'তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল' এ এবার বাংলার কোন কোন ছবি ?
সূত্রের খবর, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই কলকাতায় আসবেন পঙ্কজ ত্রিপাঠী, সঞ্জনা সাংভিরা । উল্লেখ্য, বাংলা ভাষায় না হলেও বাঙালি পরিচালকের সঙ্গে এটা পঙ্কজের তৃতীয় কাজ । এর আগে একটি স্বল্প দৈর্ঘের ছবিতে দেখা গিয়েছিল অভিনেতাকে । এর পর সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘শেরদিল: দ্য পিলিভিট সাগা’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন পঙ্কজ। আর এবার ফের একবার অনিরুদ্ধর সঙ্গে হাত মেলাতে চলেছেন বাংলার জামাই পঙ্কজ ত্রিপাঠী।