পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

সামনেই 'ম্যায় অটল হুঁ' মুক্তি, তার আগে অভিনয় থেকে বিরতি পঙ্কজ ত্রিপাঠীর! কিন্তু কেন? - main atal hoon

Pankaj Tripathi: আর কয়েকদিন পর মুক্তি পেতে চলেছে পঙ্কজ ত্রিপাঠী অভিনীত 'ম্যায় অটল হুঁ' ছবি ৷ আর তার আগে অভিনেতা জানিয়ে দিলেন, আপাতত বিরতি নেবেন তিনি ৷ কিন্তু কেন এই সিদ্ধান্ত ? রিলসের অটল বিহারী বাজপেয়ী তার কারণও ব্যাখ্যা করেছেন ৷

পঙ্কজ ত্রিপাঠী
Pankaj Tripathi

By ETV Bharat Bangla Team

Published : Jan 10, 2024, 5:47 PM IST

Updated : Jan 10, 2024, 9:38 PM IST

মুম্বই, 10 জানুয়ারি:"আমার মস্তিষ্কের খাবার দরকার, তাই আমি দিনে আট ঘণ্টা ঘুমোতে চাই ৷" এই মর্মে অভিনয় থেকে সাময়িক বিরতি নেওয়ার ঘোষণা করলেন পঙ্কজ ত্রিপাঠী ৷ আগামী 19 জানুয়ারি মুক্তি পেতে চলেছে তাঁর 'ম্যায় অটল হুঁ' ছবিটি ৷ যে ছবিতে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে অভিনয় করছেন তিনি ৷ সেই ছবির প্রচারে গিয়ে অভিনেতা জানিয়ে দিলেন তিনি অভিনয় থেকে সাময়িক বিরতি নেবেন ৷ দীর্ঘ পরিশ্রমের পর এখন বলিউডের অন্যতম সফল অভিনেতা তিনি। তাঁর ঝুলিতে রয়েছে জাতীয় পুরস্কারও ৷ তাঁর অভিনয়শৈলী এখন দর্শকের মনের মণিকোঠায় ৷ কিন্তু অভিনেতার অভিনয় দেখা থেকে এখন আপাতত বিরতি সিনেপ্রেমীদের ৷ কেন তিনি এমন সিদ্ধান্ত নিলেন, তার কারণও উল্লেখ করেছেন পর্দার অটল বিহারী বাজপেয়ী ৷

দোরগোড়ায় 'ম্যায় অটল হুঁ' ছবির মুক্তি ৷ আর এই ছবির মুক্তির পরে তিনি ব্যক্তিগত জীবনে কিছুটা সময় নিতে চান ৷ তাই তাঁর এমন সিদ্ধান্ত ৷ অভিনেতা-সুলভ চেহারার অধিকারী না-হলেও তাঁকে ছবিতে যে চরিত্রই দেওয়া হোক না কেন, পঙ্কজ ত্রিপাঠী নিজেকে তিনি গড়েপিটে নেন ৷ তাঁর পরিশ্রম যেভাবে অভিনয়ে ফুটে ওঠে তাতে দর্শকগণ মুগ্ধ হয়ে ওঠেন ৷ নতুন ছবির প্রচারমূলক এক অনুষ্ঠানে সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে পঙ্কজ ত্রিপাঠী বলেন, "আমি যখন অভিনেতা হওয়ার জন্য পরিশ্রম করেছি, তখনও আমি দিনে 8 ঘণ্টা ঘুমোতে পারতাম। এখন অভিনেতা হিসাবে সাফল্য পাওয়ার পর ঘুমের জন্য ওই 8 ঘণ্টা সময় বার করতে পারি না ৷"

পঙ্কজ বলেন, "ম্যায় অটল হুঁ-র প্রচার শেষ হয়ে গেলেই আমি অভিনয় থেকে বিরতি নেব ৷ আমার সবার আগে 8 ঘণ্টার ঘুম চাই। পর্যাপ্ত বিশ্রামের জন্য আমার এই বিরতিটা খুব দরকার ৷ তবে 'কালীন ভাইয়া'র অনুরাগীদের বিশ্বাস, পাকাপাকিভাবে অভিনয় নিশ্চয় ছাড়বেন না তিনি। সম্প্রতি আমির খানও বিশ্রামের জন্য অভিনয় থেকে বিরতি নেওয়ার কথা ঘোষণা করেছেন ৷ 2022 সালে অভিনয় থেকে বিদায়ের ঘোষণা করেছিলেন 'মিস্টার পারফেকশনিস্ট' ৷

আরও পড়ুন:

  1. পঞ্চাশে গ্রিক গড, চেনা মেজাজেই পর্দা কাঁপাচ্ছেন 'ফাইটার' হৃত্বিক
  2. চলতি বছরই প্রেক্ষাগৃহে আসছে 'কালকি 2898এডি'! নয়া ঘোষণা নিয়ে জল্পনা
  3. 'বিনোদুনিয়াতেও রাজনীতি আছে', বলিউড জার্নি নিয়ে মুখ খুললেন পাক অভিনেতা ফাওয়াদ
Last Updated : Jan 10, 2024, 9:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details