মুম্বই, 10 জানুয়ারি:"আমার মস্তিষ্কের খাবার দরকার, তাই আমি দিনে আট ঘণ্টা ঘুমোতে চাই ৷" এই মর্মে অভিনয় থেকে সাময়িক বিরতি নেওয়ার ঘোষণা করলেন পঙ্কজ ত্রিপাঠী ৷ আগামী 19 জানুয়ারি মুক্তি পেতে চলেছে তাঁর 'ম্যায় অটল হুঁ' ছবিটি ৷ যে ছবিতে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে অভিনয় করছেন তিনি ৷ সেই ছবির প্রচারে গিয়ে অভিনেতা জানিয়ে দিলেন তিনি অভিনয় থেকে সাময়িক বিরতি নেবেন ৷ দীর্ঘ পরিশ্রমের পর এখন বলিউডের অন্যতম সফল অভিনেতা তিনি। তাঁর ঝুলিতে রয়েছে জাতীয় পুরস্কারও ৷ তাঁর অভিনয়শৈলী এখন দর্শকের মনের মণিকোঠায় ৷ কিন্তু অভিনেতার অভিনয় দেখা থেকে এখন আপাতত বিরতি সিনেপ্রেমীদের ৷ কেন তিনি এমন সিদ্ধান্ত নিলেন, তার কারণও উল্লেখ করেছেন পর্দার অটল বিহারী বাজপেয়ী ৷
দোরগোড়ায় 'ম্যায় অটল হুঁ' ছবির মুক্তি ৷ আর এই ছবির মুক্তির পরে তিনি ব্যক্তিগত জীবনে কিছুটা সময় নিতে চান ৷ তাই তাঁর এমন সিদ্ধান্ত ৷ অভিনেতা-সুলভ চেহারার অধিকারী না-হলেও তাঁকে ছবিতে যে চরিত্রই দেওয়া হোক না কেন, পঙ্কজ ত্রিপাঠী নিজেকে তিনি গড়েপিটে নেন ৷ তাঁর পরিশ্রম যেভাবে অভিনয়ে ফুটে ওঠে তাতে দর্শকগণ মুগ্ধ হয়ে ওঠেন ৷ নতুন ছবির প্রচারমূলক এক অনুষ্ঠানে সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে পঙ্কজ ত্রিপাঠী বলেন, "আমি যখন অভিনেতা হওয়ার জন্য পরিশ্রম করেছি, তখনও আমি দিনে 8 ঘণ্টা ঘুমোতে পারতাম। এখন অভিনেতা হিসাবে সাফল্য পাওয়ার পর ঘুমের জন্য ওই 8 ঘণ্টা সময় বার করতে পারি না ৷"