হায়দরাবাদ, 7 মে: অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর হাতে এখন বড় প্রজেক্ট ৷ তাঁর পরবর্তী কাজ 'ম্যায় অটল হুঁ'- ছবি নিয়ে মুখ খুললেন অভিনেতা ৷ ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন পঙ্কজ ৷ 'ম্যায় অটল হুঁ'-র নির্মাতারও অফিসিয়ালি এই ছবির শ্যুটিং সম্পর্কিত তথ্য শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে ৷ জানা গিয়েছে, প্রখ্যাত রাজনৈতিকবিদ তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর শুধু মাত্র রাজনৈতিক কার্যকাল নয়, এই ছবিতে তুলে ধরা হবে তাঁর ব্যক্তিগত অনেক বিষয় ৷ তিনি কেমন ছিলেন, কবিতার প্রতি তাঁর ভালোবাসা, সব তথ্যই মেলে ধরা হবে দর্শকদের কাছে ৷
মূলত ছবির শ্যুটিং স্পট হিসাবে আপাতত রয়েছে মুম্বই ও লক্ষ্ণৌ ৷ প্রায় 45 দিন ধরে এই দুই রাজ্য়ের বিভিন্ন জায়গায় চলবে ছবির শ্যুটিং ৷ অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী এই ছবির অংশ হতে পেরে আপ্লুত ৷ তিনি বলেন, "দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশিষ্ট রাজনীতিবিদ শ্রী অটলবিহারী বাজপেয়ীর চরিত্র ফুটিয়ে তোলার সুযোগ পেয়ে আমি সম্মানিত ৷ এই চরিত্রকে পর্দায় নিখুঁতভাবে তুলে ধরার জন্য দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা করেছি ৷ প্রচুর বই পড়া হয়েছে ৷ তাঁকে জানতে, তাঁর লাইফস্টাইল, তাঁর আদর্শকে আরও কাছ থেকে বুঝতে ও জানতে নানা ধরনের বই সাহায্য করেছে ৷ আজ আমি সত্যিই উচ্ছ্বসিত, 'ম্যায় অটল হুঁ' ছবির শ্যুটিং শুরু করতে পেরে ৷"