পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

নতুন পোস্টারে চমক! কবে মুক্তি পাবে 'ম্যায় অটল হু'; জানালেন পঙ্কজ ত্রিপাঠী

Main Atal Hoon Release Date: ডিসেম্বরে মুক্তির কথা থাকলেও পিছিয়ে যায় পঙ্কজ ত্রিপাঠী অভিনীয় 'ম্যায় অটল হু' ছবি মুক্তির তারিখ ৷ কবে পাবে মুক্তি, সোশাল মিডিয়ায় জানালেন অভিনেতা ৷

Etv Bharat
'ম্যায় অটল হু' ছবি মুক্তির তারিখ প্রকাশ্যে

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2023, 6:38 AM IST

মুম্বই, 28 নভেম্বর: অটল বিহারী বাজপেয়ীর বায়োপিকে প্রাক্তন প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী ৷ মঙ্গলবার প্রকাশ্যে এল 'ম্যায় অটল হু' ছবির নতুন পোস্টার ও মুক্তির দিন ৷ অভিনেতা জানালেন নতুন বছর অর্থাৎ, 2024 সালের জানুয়ারিতেই মুক্তি পাবে এই ছবি ৷ ছবিমুক্তির দিনক্ষণ ঘোষণার পর অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা মনোজ বাজপেয়ী ৷

সোশাল মিডিয়ায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ছবির চারটি নতুন পোস্টার শেয়ার করেছেন ৷ ক্যাপশনে লিখেছেন, "হার্ট অফ গোল্ড...ম্যান অফ স্টিল...আ ভার্সেটাইল পোয়েট... নতুন ভারত গড়ার অন্যতম কাণ্ডারী ৷ সাক্ষী থাকুন শ্রী অটল বিহারী বাজপেয়ীর কাহিনী জানার জন্য ৷ ম্যায় অটল হু মুক্তি পাবে 2024 সালের 19 জানুয়ারি ৷"

ছবিটি পরিচালনা করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক রবি যাদব ৷ এর আগে 'নটরঙ্গ' ও 'বালগন্ধর্ব' ছবি পরিচালনা করে দর্শকদের নজর কাড়েন পরিচালক ৷ ছবির চিত্রনাট্য তৈরি করেছেন উৎকর্ষ নৈথানি ৷ প্রযোজনার দায়িত্বে বিনোদ ভানুশালি, সন্দীপ সিং ও কমলেশ ভানুশালী ৷ চারটি পোস্টারে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নানা রূপে দেখা গিয়েছে পঙ্কজ ত্রিপাঠীকে ৷

সিনেমা এবং ওয়েব সিরিজের আলাদা ছাপ তৈরি করেছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী ৷ খলয়নায়ক থেকে কীভাবে নায়ক হয়ে উঠতে হয়, তা বারবার প্রমাণ করেছেন 'মির্জাপুর' বা 'গ্যাংস অফ ওয়াসিপুর' খ্যাত অভিনেতা ৷ এবার বায়োপিকেও নজর কাড়তে চলেছেন তিনি ৷ এর আগে চলতি বছর ডিসেম্বরে এই ছবির মুক্তি পাওয়ার কথা ছিল ৷ কিন্তু নানা কারণে পিছিয়ে যায় সেই তারিখ ৷ অবশেষে প্রকাশ্যে এল ছবি মুক্তির নতুন তারিখ ৷ আশা করা যায়, এই চরিত্রে আরও একবার অনুরাগীদের মনে আলোড়ন তুলবেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী ৷

ABOUT THE AUTHOR

...view details