মুম্বই, 20 এপ্রিল: প্রয়াত যশ চোপড়ার স্ত্রী, আদিত্য চোপড়ার মা, পামেলা চোপড়া ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 74 ৷ জানা গিয়েছে, 15 দিন আগে তিনি ভর্তি হয়েছিলেন লীলাবতী হাসপাতালে ৷ তাঁকে রাখা হয়েছিল ভেন্টিলেটরে ৷ তবে ধীরে ধীরে তাঁর স্বাস্থ্যের অবনতি হতে থাকে ৷ তবে পরিবারের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি ৷ সূত্রের খবর, পামেলাজির শেষকৃত্য সম্পর্কে এখনও কিছু জানা না গেলেও, অনেক তারকাই শেষবার তাঁকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হবেন ৷ তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ছেলে আদিত্য, উদয় ও রানি সহ বলিউড তারকারা ৷ টুইটারে শোকবার্তা তারকাদের ৷
সঙ্গীতশিল্পী হলেও বলিউডে তিনি পরিচিত মুখ হয়ে উঠেছিলেন যশ চোপড়ার হাত ধরে ৷ একাধারে তিনি ছিলেন চিত্রনাট্যকার ও প্রযোজক ৷ যশরাজ ফিল্ম প্রোডাকশনের অন্যতম কর্মকর্তাও ছিলেন তিনি ৷ শেষবার তাঁকে দেখা গিয়েছে যশ রাজ ফিল্মের ডকুমেন্টারিতে ৷ সেখানে যশ চোপড়ার বলিউড দুনিয়ায় জার্নি ও যশ রাজ প্রোডাকশন হাউস গড়ে ওঠার নেপথ্যের গল্প তুলে ধরেছিলেন ৷ তিনি জানিয়েছিলেন, প্রথম প্রযোজক হিসাবে যখন 1973 তে 'দাগ' মুক্তি পায়, তার আগে কীভাবে নিদ্রাহীন রাত কাটিয়েছিলেন যশজি ৷ জীবনের অনেক মোড়, অনেক স্মৃতি তিনি শেয়ার করেছিলেন দর্শকদের সঙ্গে ৷ উল্লেখ্য, কভিকভি, মুঝসে দোস্তি করোগি-র মতো ছবিতে গান গেয়েছেন তিনি৷ স্বামী যশ চোপড়া ও ছেলে আদিত্য চোপড়ার সঙ্গে দিল তো পাগল হ্যায় ছবির চিত্রনাট্য লিখতেও সাহায্য করেছেন ৷