মুম্বই, 27 জানুয়ারি:দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী পেয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী রবীনা ট্যান্ডন (Raveena Tandon News)৷ মূলধারা এবং স্বাধীন সিনেমা উভয় ক্ষেত্রেই তাঁর কাজ স্বীকৃতি পেয়েছে বলে দাবি তাঁর ৷ 2023-এর শুরুটা তাঁর বেশ ভালোই হল মনে করছেন মোহরা অভিনেত্রী ৷ সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম পুরস্কারের (Padma Award 2023) জন্য তাঁর নাম ঘোষণা করে কেন্দ্রীয় সরকার ৷
কেজিএফ 2 ও আরণ্যকের পুরষ্কারের পর পদ্মশ্রী:এ প্রসঙ্গে সংবাদসংস্থা পিটিআই-কে রবীনা ট্যান্ডন (Raveena Reacts on Padma Shri) বলেছেন, "'কেজিএফ 2' এবং 'আরণ্যক'-এর জন্য পুরষ্কার এসেছে এক বছর হয়ে গেল । তবে এই পুরস্কার (পদ্মশ্রী) ছিল সর্বোত্তম ৷ কারণ এটি আমার পুরো কাজকে সম্পৃক্ত করেছিল । এটি সমস্ত কিছুর জন্য এসেছে, তার মধ্যে রয়েছে বাণিজ্যিক সাফল্য ও গানগুলি যা এতই চিরন্তন যে লোকেরা মনে রাখে ৷"
বহু হিট ফিল্মে অভিনয় করেছেন: "মোহরা", "দিলওয়ালে" এবং "দুলহে রাজা"-এর মতো হিট ফিল্মের মধ্যে দিয়ে 90-এর দশকের ফিল্মে রাজত্ব করেছেন রবীনা ট্যান্ডন ৷ এ ছাড়াও "দামন", "সত্তা" এবং "শূল" এর মতো অফ-বিট ফিল্মেও স্মরণীয় হয়ে রয়েছে তাঁর অভিনয় ৷ 2021 সালে নেটফ্লিক্স সিরিজ "আরণ্যক" দিয়ে সফল স্ট্রিমিং ডেবিউ করেন । তিনি "কেজিএফ: চ্যাপ্টার 2"-এ একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন ৷
অভিনয় স্বীকৃতি পেয়েছে: রবীনা বললেন, "এটা ভালো লাগছে যে লোকেরা আমাকে দেখছে এবং প্রশংসা করছে । এই যাত্রায় যাঁরা আমার সঙ্গে ছিলেন এবং আমাকে সমর্থন করেছেন, আমি তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানাই ৷" মূলধারার বিনোদনকারীদের জনপ্রিয়তা সাধারণত একজন অভিনেতার ফিল্মোগ্রাফিতে প্রাধান্য পায়, কিন্তু রবীনা নিজেকে "সৌভাগ্যবতী" বলে মনে করেন যে "সত্তা", "শূল" এবং "দমন"-এ তাঁর অভিনয়ও মানুষের নজর এড়ায়নি এবং তার জন্য তিনি সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কারও জিতেছেন ৷ রবীনার কথায় এটা তাঁর 30 বছরের কাজের স্বীকৃতি ৷