মুম্বই, 13 জানুয়ারি:পর্দার 'পান সিং তোমর' অর্থাৎ ইরফান খানকে চলচ্চিত্র জগৎ হারিয়েছিল বেশ কিছুদিন আগেই ৷ আর এবার ঘুমের দেশে পাড়ি দিলেন ছবির চিত্রনাট্যকার সঞ্জয় চৌহানও ৷ শুধু যে পর্দার জন্য় 'পান সিং'-এর চিত্রনাট্য লিখেছিলেন তিনি তা নয় ৷ 'আই অ্যাম কালাম' ছবিরও চিত্রনাট্য তৈরি হয়েছে তাঁর কলমের সৌজন্য়েই ৷ বৃহস্পতিবার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে মৃত্যু হয় এই চিত্রনাট্যকারের ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 62 বছর (Paan Singh Tomar writer Sanjay Chouhan passes away)৷
খবর অনুযায়ী, দীর্ঘদিন ধরেই যকৃতের রোগে ভুগছিলেন তিনি ৷ সেই কারণেই তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে (Sanjay Chouhan death)৷ কিন্তু বৃহস্পতিবার শেষ হয়ে যায় 10 দিনের লড়াই ৷ কেরিয়ারে বেশ কয়েকটি বড় সম্মানে ভূষিত হয়েছেন এই মানুষটি ৷ 2011 সালে 'আই অ্যাম কালাম' ছবির জন্য 'সেরা গল্প' বিভাগে তিনি লাভ করেন ফিল্ম ফেয়ার পুরস্কারও ৷ পরিচালক তিগমাংশু ধুলিয়ার সঙ্গে তিনি 'পান সিং তোমর'-এই কাজ করেছেন তা কিন্তু নয় ৷ কাজ করেছেন 'সাহেব বিবি গ্যাংস্টার' ছবিতেও ৷ এছাড়াও তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে 'ধূপ' এবং 'ম্যায় গান্ধি কো নেহি মারা' প্রভৃতি ছবিগুলি (screenwriter Sanjay Chouhan death )৷