হায়দরাবাদ, 24 জানুয়ারি:আসন্ন 95তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য় সম্পূর্ণ মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে মঙ্গলবার সন্ধ্যায় ৷ 'অস্কার 2023 নমিনেশনস' অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে রয়েছেন অ্যালিসন উইলিয়ামস এবং রিজ আহমেদ ৷ ভারতীয় সময় 6.50 মিনিটে শুরু হতে চলেছে এই মনোনয়ন পর্বের অনুষ্ঠান (Oscars 2023 list of films nominated to be announced today ) ৷ অর্থাৎ, আজই জানা যাবে সেরা হওয়ার চূড়ান্ত দৌড়ে রয়েছেন কারা কারা!
গতবছর 'দ্য লং গুডবাই'-এর সহ-লেখক, প্রযোজক এবং অন্যতম তারকা হিসাবে সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে অস্কার জিতে নিয়েছিলেন রিজ (Oscars 2023 full list of nominations )৷ এর আগেও 2021 সালে 'সাউন্ড অফ মেটাল' ছবিতে অভিনয়ের জন্য 'সেরা অভিনেতা' বিভাগে মনোনীত হয়েছিলেন তিনি ৷ এইচবিও সিরিজ 'দ্য নাইট অফ'-এ অভিনয়ের জন্য় তিনি এমি পুরস্কারও জিতে নেন ৷
অন্যদিকে এমি-জয়ী এইচবিও সিরিজ 'গার্লস' এবং অস্কার বিজয়ী জর্ডান পিলের হরর ফিল্ম 'গেট আউট'-এর অন্যতম অভিনেত্রী অ্যালিসন উইলিয়ামস থাকবেন তাঁর সঙ্গে ৷ সম্প্রতি মুক্তি পাওয়া সাই-ফাই হরর থ্রিলার 'এম3গান'-এও অভিনয় করেছেন অ্যালিসন আর আগামীতে তাঁকে দেখা যাবে টমাস ম্যালন উপন্যাস থেকে তৈরি 'ফেলো ট্রাভেলার্স'-এ ৷