হায়দরাবাদ,14 মার্চ: 95তম অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে ইতিহাস গড়েছে ভারত ৷ সেরা মৌলিক গানের বিভাগে যেমন পুরস্কার জয় করেছে 'আরআরআর' ছবির গান 'নাতু নাতু' তেমনই আবার সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্য়চিত্র হিসাবে পুরস্কার জিতে নিয়েছে গুণিত মোঙ্গা প্রযোজিত এবং কার্তিকি গঞ্জালভেস পরিচালিত 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' ৷ নেতা থেকে অভিনেতা কিংবা ক্রীড়া জগতের বিশিষ্টরা সকলেই অভিনন্দন বার্তায় ভরিয়ে দিয়েছেন পুরস্কার জয়ীদের ৷ ব্যতিক্রম নন বলিউড সুপারস্টার শাহরুখ খানও ৷ তিনিও অভিনন্দন জানিয়েছেন 'নাতু নাতু' এবং 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'-এর নির্মাতাদের ৷
বলিউডের বাদশার অভিনন্দন বার্তা পেয়ে উচ্ছ্বসিত 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' ছবির প্রযোজক গুণিত মোঙ্গাও ৷ তাঁর আবেগি জবাবও নেটিজেনদের মন ছুঁয়ে গিয়েছে ৷ গুণিত এবং টিম 'আরআরআর'-কে অভিনন্দন জানাতে গিয়ে কোনও কার্পন্য করেননি এসআরকে ৷ প্রশংসায় পঞ্চমুখ হয়ে তিনি জানান, এই জয় সত্যিই অনুপ্রেরণা হয়ে উঠবে ৷ তাঁর পোস্টে গুণিত এবং তাঁর টিমের জন্য় কিং খান লিখেছেন সকলকে আলিঙ্গন করতে চান তিনি (SRK on The Elephant Whisperers Oscar win )৷