পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Guneet Monga on SRK: কিং খানকে সামনাসামনি আলিঙ্গন করতে চান গুণিত, ধন্যবাদ দিলেন রাজামৌলিও - Oscar winner Guneet Monga

অস্কারজয়ী 'আরআরআর' টিম এবং 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' নির্মাতাদের অভিনন্দন জানালেন শাহরুখ ৷ বদলে তাঁকে সরাসরি আলিঙ্গন করতে চান বলে জানালেন প্রযোজক গুণিত মোঙ্গা (Guneet Monga on SRK)৷

Guneet Monga on SRK
কিং খানকে একবার আলিঙ্গন করতে চান গুণিত

By

Published : Mar 14, 2023, 2:29 PM IST

হায়দরাবাদ,14 মার্চ: 95তম অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে ইতিহাস গড়েছে ভারত ৷ সেরা মৌলিক গানের বিভাগে যেমন পুরস্কার জয় করেছে 'আরআরআর' ছবির গান 'নাতু নাতু' তেমনই আবার সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্য়চিত্র হিসাবে পুরস্কার জিতে নিয়েছে গুণিত মোঙ্গা প্রযোজিত এবং কার্তিকি গঞ্জালভেস পরিচালিত 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' ৷ নেতা থেকে অভিনেতা কিংবা ক্রীড়া জগতের বিশিষ্টরা সকলেই অভিনন্দন বার্তায় ভরিয়ে দিয়েছেন পুরস্কার জয়ীদের ৷ ব্যতিক্রম নন বলিউড সুপারস্টার শাহরুখ খানও ৷ তিনিও অভিনন্দন জানিয়েছেন 'নাতু নাতু' এবং 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'-এর নির্মাতাদের ৷

বলিউডের বাদশার অভিনন্দন বার্তা পেয়ে উচ্ছ্বসিত 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' ছবির প্রযোজক গুণিত মোঙ্গাও ৷ তাঁর আবেগি জবাবও নেটিজেনদের মন ছুঁয়ে গিয়েছে ৷ গুণিত এবং টিম 'আরআরআর'-কে অভিনন্দন জানাতে গিয়ে কোনও কার্পন্য করেননি এসআরকে ৷ প্রশংসায় পঞ্চমুখ হয়ে তিনি জানান, এই জয় সত্যিই অনুপ্রেরণা হয়ে উঠবে ৷ তাঁর পোস্টে গুণিত এবং তাঁর টিমের জন্য় কিং খান লিখেছেন সকলকে আলিঙ্গন করতে চান তিনি (SRK on The Elephant Whisperers Oscar win )৷

এসআরকে ভার্চুয়ালি আলিঙ্গনের কথা বলেছেন ঠিকই তবে গুণিতও এর আবেগি জবাব দিয়েছেন ৷ তিনি জানান তিনি খুব তাড়াতাড়ি সরাসরি আলিঙ্গন করতে চান এসআরকে-কে ৷ কিং খান এদিন রামচরণ, জুনিয়র এনটিআর, এমএম কীরাবাণী, চন্দ্রবোস এবং রাজামৌলিরও ভূয়সী প্রশংসা করেছেন কীভাবে এই পুরস্কার জয় সম্ভব সেই পথ দেখানোর জন্য় ৷ রাজামৌলিও ধন্যবাদ জানিয়েছেন তাঁর প্রিয় স্টার শাহরুখকে ৷

আরও পড়ুন:আরও এক বসন্ত পার, জন্মদিনে এক নজরে আমিরের সেরা পাঁচ

অবশ্য এই প্রথম শাহরুখ 'নাতু নাতু' নিয়ে মুখ খুললেন তা নয় ৷ এর আগেও রামচরণের সঙ্গে এক সোশাল মিডিয়া কথপোকথনে তিনি অস্কার প্রসঙ্গ টেনে এনেছিলেন ৷ 'নাতু নাতু' গান এবং তাঁদের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি এও জানিয়েছিলেন তাঁরা যদি অস্কার জেতেন একবার যেন ট্রফিটি তাঁকে ছুঁয়ে দেখতে দেন ৷ বদলে সুন্দরভাবে তাঁকে আপন করে নিয়েছিলেন রামচরণও ৷ তিনি জানিয়েছিলেন যদি তাঁরা জেতেন তবে সেই পুরস্কার হবে গোটা ভারতের ৷

ABOUT THE AUTHOR

...view details